Homeএখন খবরএন.আর.সিতে বিপদের মুখে আদিবাসী জনজাতিরাও, বললেন উমা

এন.আর.সিতে বিপদের মুখে আদিবাসী জনজাতিরাও, বললেন উমা

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সরকারের নেওয়া এনআরসিতে বিপদের মুখে পড়তে চলেছেন ভারতের আদিবাসী জনজাতি সম্প্রদায়ও। রবিবার ঝাড়গ্রামে  নিখিলভারত বনবসী পঞ্চায়েতের ডাকে এক সভায় এমনটাই দাবি করলেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ উমা সরেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রায় হাজার খানেক শবর জনজাতির গোষ্ঠীর মানুষদের সমাবেশে এসে লোধা,শবর, আদিবাসী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাদের সংগঠিত হওয়ার  আহ্বান জানান উমা। তিনি বলেন অরন্য পাহাড় ও দেশের প্রান্তিক অবস্থানে বসবাসকারী আদিবাসী সমাজ সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করেন। অনেকেই তাঁদের জন্মস্থান সংক্রান্ত নথি ইত্যাদিতে সচেতন নন। দেশের প্রচীনতম অধিবাসী হোলো শবর অাদিবাসীরা এ বিষয়ে আরও অসচেতন। আজ  তাদেরকেও  নাগরিকত্বর প্রমান দিতে বলছে বহিরাগত কিছু নেতা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যারা বাইরে থেকে এসেছিলেন একসময় যাদের কে থাকতে দিয়েছিলো এই দেশ, যাদের নাগরিকত্ব দিয়েছিলো এই দেশ। আজ তারাই বলছে নাগরিকত্ব র প্রমান দিতে হবে? বাইরের লোক কে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কেনো? শবর,আদিবাসী মানুষ কোনো প্রমান দেবেনা।উমা বলেন, মমতা বন্ধ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ দেশজুড়ে নো-এনআরসি আন্দোলন শুরু হয়েছে। আপনরাও এগিয়ে আসুন। এটা একটা সম্মিলিত লড়াই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানের শুরুতে শবর রা বর্নাঢ্য শোভাযাত্র করে ঝাড়গ্রাম শহরে। অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ ডাঃউমা সরেন ছাড়াও  উপস্থিত ছিলেন  গোপীবল্লভপুর ২ বিএমওএইচ ডাঃ খগেন্দ্রনাথ মাহাত। ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাধিপতি  রেখা সরেন, ঝাড়গ্রামের এসডিপিও সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিত্ত্বরা। এদিন প্রায় তিনশ জন মানুষকে কম্বল প্রদান করা হয়। ছৌ, পাতা, সহ একাধিক বর্নাঢ্য অনুষ্ঠান করেন শবর জনজাতির সদস্যরা।

RELATED ARTICLES

Most Popular