Homeএখন খবরগণধর্ষণ ও খুনের প্রতিবাদে বালিচকে মোমবাতি মিছিল

গণধর্ষণ ও খুনের প্রতিবাদে বালিচকে মোমবাতি মিছিল

নিজস্ব সংবাদদাতা: হায়দ্রাবাদে চিকিৎসক তরুণীকে গণধর্ষণ করে পুড়িয়ে খুন ও সর্বত্র এই একই ধরনের ঘটনার ভয়াবহ পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ করার দাবিতে মঙ্গলবার  বিকেল ৫ টায় বালিচক স্টেশন উন্নয়ন কমিটির উদ্যোগে বালিচক রেল স্টেশন থেকে কালো ব্যাজ পরে শুরু হয় মোমবাতি মিছিল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকার মহিলা, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ এই মিছিলে পা মেলান। গোটা বালিচক শহর পরিক্রমা করে এই মিছিল। কমিটির সভাপতি সুভাষ চন্দ্র মাইতি বলেন, ‘যেভাবে দিনের পর দিন সমাজে নারীদের চলাফেরার ক্ষেত্রে পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে তা অত্যন্ত উদ্বেগের। আমাদের দাবি এই ধরনের ঘটনার দ্রুত বিচারের নিষ্পত্তি করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে।’ কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী এবং কালিশংকর গাঙ্গুলী বলেন, ‘অপরাধীদের কঠোর শাস্তি শুধু নয়, এর পাশাপাশি মদ ও মাদকদ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে এবং পর্ণ সাইট গুলি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।’

RELATED ARTICLES

Most Popular