Homeএখন খবরবিয়ের সাত দিন আগেই অপহৃত মেয়েকে ফেরাতে গিয়ে যুবকের পরিবারের হাতে...

বিয়ের সাত দিন আগেই অপহৃত মেয়েকে ফেরাতে গিয়ে যুবকের পরিবারের হাতে খুন বাবা, আশংকায় মা

মেয়ের মৃত বাবা 

নিজস্ব সংবাদদাতা: ১৯ নভেম্বর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল আর তার একদিন আগেই অপহরনকারিদের হাতেই খুন হয়ে গেলেন বাবা, মারাত্মক ভাবে জখম হয়েছেন মেয়েরা মা। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিয়ের লগ্নের ২৪ঘন্টা আগে পুর্ব মেদিনীপুরের  রামনগর থানার দামদরপুর এলাকায় ঘটেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে, মৃত পার্থসারথি মান্না(৪৮) স্থানীয় দেপালের বাসিন্দা। অভিযুক্তদের হাতে আক্রান্ত হয়েছেন, মৃত পার্থর স্ত্রী গীতা মান্না সহ আরও কয়েকজন।তাঁরা বর্তমানে চিকিৎসাধীন দিঘা হাসপাতালে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মান্না পারিবারের মেয়ে তনুশ্রী নিকট আত্মীয় কাকা জেঠার কাছেই থাকত। কর্মসুত্রে বাবা-মা থাকতেন মুম্বাইতে । সেই আত্মীয়দের সাহায্য নিয়ে এবং নিজেরা দেখাশোনা করে  মঙ্গলবার তনুশ্রীর বিয়ের সম্বন্ধ পাকা হয়ে যায় মোহনপুরের এক যুবকের সঙ্গে। মঙ্গলবারই তার বিয়ের লগ্ন ছিল। 

চিকিৎসাধীন মেয়ের মা 

এদিকে গত ১২ই নভেম্বর বেলা ১০টা নাগাদ তনুশ্রী কলেজে যাওয়ার নাম করে আর ফেরেনি। বিয়ের  আগেই মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় বেশ অস্বস্তিতে পড়ে ছিলেন মান্না দম্পতি। খবর পেয়ে মুম্বইয়ের কর্মস্থল থেকে শনিবার তাঁরা বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এদিক ওদিক খোঁজাখুঁজির পর মান্না দম্পতি জানতে পারেন দামদরপুরের পার্থপ্রতিম বেরা নামের এক যুবক অপহরণ করে নিয়ে গেছে তনুশ্রীকে।এবং সেখানেই রাখা হয়েছে তাকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার তার বাড়িতেই এদিন সন্ধে নাগাদ যান পার্থ ও তাঁর পরিবারের লোকেরা।অভিযোগ, সেখানে তনুশ্রীকে তাঁরা নিয়ে চলে আসার চেষ্টা করলে অভিযুক্ত যুবক পার্থপ্রতিম ও তার পরিবারের লোকেরা ঝাঁপিয়ে পড়ে মেয়ের বাড়ির লোকেদের ওপর। পার্থসারথির মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হলে সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্ভবত  ঘটনাস্থলেই মারা যান তিনি।স্থানীয়দের চেষ্টায় কোনওভাবে মৃতদেহ নিয়ে সেখান থেকে দিঘা হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। ঘটনায় গুরুতর আঘাত পেয়ে দিঘা হাসপাতালে ভর্তি হয়েছেন তনুশ্রীর মা।  খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় রামনগর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 

RELATED ARTICLES

Most Popular