Homeএখন খবরকাটোয়ার ঘোড়ানাশ গ্রামের চক্রবর্ত্তী বাড়ীর ৭৫ বছরের জগদ্ধাত্রী পুজো

কাটোয়ার ঘোড়ানাশ গ্রামের চক্রবর্ত্তী বাড়ীর ৭৫ বছরের জগদ্ধাত্রী পুজো

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী। ইনি দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে এঁর নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও এঁর উল্লেখ পাওয়া যায়। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত।আবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর,গুপ্তিপাড়া ও নদিয়া জেলারকৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসব জগদ্বিখ্যাত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কার্তিকমাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর।

জগদ্ধাত্রী পূজার নিয়মটি একটু স্বতন্ত্র। দুটি প্রথায় এই পূজা হয়ে থাকে। কোথাও  সপ্তমী থেকে নবমী অবধি দুর্গাপূজার ধাঁচে জগদ্ধাত্রী পূজা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবার কোথাও নবমীর দিনই তিন বার পূজার আয়োজন করে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন হয়। এই পূজার অনেক প্রথাই দুর্গাপূজার অনুরূপ।

পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামের চক্রবর্ত্তী বাড়ীর পুজো নবমীর দিন থেকে শুরু হয়।আজ অর্থাৎ বুধবার নবমীর দিনেই সপ্তমী,অষ্টমী,নবমী পুজো হবে।চক্রবর্ত্তী বাড়ির প্রবীণ বয়স্ক শিশির চক্রবর্ত্তী ও পরিবারের নবীন পার্থ চক্রবর্ত্তী জানান,আমাদের পুজো এবারের ৭৫ বছরে পর্দাপণ করল।আরো জানান,


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নবমীর দিন সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো হয়।তারপর সকলকে মায়ের ভোগ খাওয়ানো হয়।দশমীর দিন বিসর্জন হয়।ঘোড়ানাশ ছাড়াও আমডাঙ্গা, মুস্থূলী ও একডেলা সহ প্রভৃতি গ্রামের মানুষজন প্রতিমা দর্শন করতে আসেন।

RELATED ARTICLES

Most Popular