Homeএখন খবরজঙ্গলে সংকট , ঝাড়গ্রামের গ্রামে বাড়ি বাড়ি গিয়ে খাবার খুঁজছে হাতি

জঙ্গলে সংকট , ঝাড়গ্রামের গ্রামে বাড়ি বাড়ি গিয়ে খাবার খুঁজছে হাতি

নিজস্ব সংবাদদাতা: জঙ্গলে খাবার সংকট তাই বাড়ি বাড়ি গিয়ে খাবার খুঁজছে হাতি। বনদপ্তর অবশ্য জানাচ্ছে ঠিক এখুনি খাবার সন্ধান না করলেও রেইকি করে সম্ভাব্য খাবারের স্থান যেমন ধান চাল ইত্যাদির অবস্থান জানতে চাইছে ওই পালের গোদা দাঁতাল। এরপর দলবল নিয়ে রাতে হামলা চালাতে পারে।
ঘটনাটি ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের কেঁদডাংরী গ্রাম পঞ্চায়েতের পড়শুলি গ্রামে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামবাসীরা জানিয়েছেন একটি দাঁতাল বাড়ি বাড়ি গিয়ে খাওয়ারের সন্ধান করতে দেখা গেল শুক্রবার সকালে । স্থানীয় সূত্রে জানা যায় , প্রায় পনেরো কুড়ি দিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি দাঁতাল হাতি । যেকোনো সময় জঙ্গল লাগোয়া পড়শুলী , অস্তি , মালবাঁধি , ঝুরকি , ভুরসা গ্রাম গুলির রাস্তাঘাটে বেরিয়ে পড়ে দাঁতাল টি । কখনো কখনো খাবারের সন্ধানে জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে হানা দেয় এই দাঁতাল টি ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন পড়শুলী গ্রামে সকালে খাওয়ারে খোঁজে হানা দেয় গজরাজ । গ্রামের কয়েকজনের বাড়িতে খাওয়ারের খোঁজে দরজায় দরজায় ধাক্কা মারে । গ্রামের মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে দরজা , জানালা সব বন্ধ করে দেয় । একজনের বাড়ির দরজা খোলা পেয়ে বাড়ির উঠোন থেকে ধান বস্তা বার করে সাবাড় করে দেয় গজরাজ । ধান খাওয়ার খাওয়ার পর গ্রামবাসীর তাড়া খেয়ে জঙ্গলে চলে যায় দাঁতালটি ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বনদপ্ততরের আধিকারিকরা জানান  , ওই  জঙ্গলে প্রায় ডজন খানেক  হাতির একটি পাল রয়েছে । জঙ্গল থেকে একটি হাতি খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়েছিল । খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা হাতিটিকে পুনরায় জঙ্গলে পাঠিয়ে দেয়। শীতে জঙ্গলের সবুজ পাতা কমে গিয়েছে। মাঠের ধান কেটে নিয়েছে চাষিরা। এই এলাকায় তেমন সবজির ক্ষেতও নেই ফলে খাবারের সংকট রয়েছে হয়ত সেই কারনে গ্রামে ঢুকতে চাইছে হাতির দল নচেৎ সাধারন ভাবে বুনো হাতি দিনের বেলায় গ্রামে ঢোকেনা। 

RELATED ARTICLES

Most Popular