Homeরাজ্যউত্তরবঙ্গনির্বাচনী ফলাফল ঘোষণার আগের রাতে বোমা উদ্ধার কোচবিহারের মাথাভাঙায়, চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায়

নির্বাচনী ফলাফল ঘোষণার আগের রাতে বোমা উদ্ধার কোচবিহারের মাথাভাঙায়, চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায়

নিউজ ডেস্ক: ভোট পরবর্তী অশান্তি থামার নাম নেই ফলাফল ঘোষণার আগের রাতেও। গণনা শুরু হওয়ার আগেই কোচবিহারের মাথাভাঙা থেকে বোমা উদ্ধার হল। রাস্তার পাশেই তাজা বোমা দেখতে পেয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী এক্রামুল হকের বাড়ির কাছে রাস্তার উপর বোমাটি পড়ে ছিল। স্থানীয় বাসিন্দারাই প্রথমে এটি দেখতে পান। তারাই পুলিশে খবর দেন। তবে কে বা কারা এলাকায় বোমা রেখে গেল তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।

মাথাভাঙার পচাগড় মোড়ের কাছেই বোমাটি পড়েছিল। বাসিন্দাদের দাবি এলাকায় অশান্তি পাকানোর জন্যই এখানে বোমাটি রাখা হয়েছিল। এদিকে বোমা রাখার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানউতোর তুঙ্গে উঠেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, গণনার দিন এলাকায় আতঙ্ক তৈরির জন্য বিজেপির লোকজনই বোমা রেখেছিল। এলাকায় অশান্তি পাকানোর জন্য এসব করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের অভিযোগ গোটা ঘটনায় যুক্ত রয়েছে তৃণমূল।

তৃণমূলের কোন্দলের জেরেই এখানে বোমা রাখা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি গোটা জেলা জুড়েই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। গোটা ভোটপর্ব জুড়ে শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। তারই পরিণতিতে পচাগড় মোড়ে বোমা রাখা হয়েছে। তবে পুলিশ ইতিমধ্যেই বোমাটি উদ্ধার করেছে। অশান্তি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular