Homeবিনোদনঅত্যন্ত সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা, অভিনেতা মস্তিষ্ক কাজ করা বন্ধ করে...

অত্যন্ত সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা, অভিনেতা মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে, দাবি চিকিৎসকদের

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার প্লাজমা থেরাপির পর থেকে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও শুক্রবার বিকেলের পর থেকে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিস্থিতির দ্রুত অবনতি হতে শুরু করে। এমনটাই জানিয়েছেন দক্ষিণ কলকাতার বেলেভিউ হাসপাতাল। পাশাপাশি জানানো হয়েছে, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁর মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছেন বলেই চিকিৎসকদের তরফে জানানো হয়েছে।

চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত অভিনেতা সামান্য সুস্থ থাকলেও শুক্রবার তাঁর পরিস্থিতি আচমকা আরও খারাপ পর্যায়ে পৌঁছেছে। তবে শুধুমাত্র মস্তিষ্কই নই, একই সাথে অভিনেতার হার্ট, কিডনিও ঠিকভাবে কাজ করেছে না বলেই হাসপাতালের তরফে জানা গিয়েছে। পাশাপাশি চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, অভিনেতার রক্তচাপ এতটাই বেড়ে গিয়েছে যে গত একমাসে এই প্রথম সৌমিত্রবাবুর রক্তচাপ নিয়ন্ত্রন করতে আলাদা সাপোর্ট ব্যবহার করতে হচ্ছে। পাশাপাশি তাঁর হার্ট রেটও অনেকখানি বেড়ে গিয়েছে।

এবিষয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের প্রধান অরিন্দম কর জানিয়েছেন, “সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনি ভালোমতো কাজ করছে না, ওঁনার ডায়ালিসিস করা হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় পরিস্থিতি খুব খারাপের দিকে যেতে পারে। প্রথমবার আমরা প্রতিকূল ফলাফলের আশঙ্কা করছি। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমাদের সেরাটা হয়ত ওঁনার শরীরের পক্ষে যথেষ্ট হচ্ছে না।”

এদিকে বর্ষীয়ান অভিনেতার শরীরে প্লাজমার মাত্রা বৃদ্ধির জন্য প্রথমবার তাঁর প্লাজমা থেরাপিও করা হয়েছে। এবিষয়ে বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, অভিনেতার ‘প্রথম দফার’ প্লাজমা থেরাপি করা হয়েছে। বাহ্যিক কোনও রক্তক্ষরণ হয়নি। থেরাপি ভালোভাবেই সফল হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার প্লাজমাথেরাপির আগে বুধবার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্রবাবুর শ্বাসনালিতে ট্রাকিওস্টমি করা হয়েছিল। যাতে নাক-মুখের বদলে গলায় থাকা ওই টিউবের মুক্ত প্রান্তের মধ্য দিয়ে শ্বাসপ্রশ্বাস হয়। বুধবারঅস্ত্রোপচারের পর বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছিল, সৌমিত্রবাবুর শ্বাসনালিতে ট্রাকিওস্টমি সফল হয়েছে। পাশাপাশি প্রবাদপ্রতিম অভিনেতার চিকিৎসক দলের তরফে জানানো হয়, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

RELATED ARTICLES

Most Popular