Homeটেক আপডেট20 জুন পর্যন্ত সম্পুর্ন বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে BSNL

20 জুন পর্যন্ত সম্পুর্ন বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে BSNL

ডিজিটাল ডেস্ক: ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানের সমস্ত গ্রাহকদেরকে কুড়িয়ে জুন পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে বিএসএনএল। ওয়ার্ক ফ্রম হোম জন্য এই প্লানটি লঞ্চ করেছিল এক মাসের ভেলিডিটির সাথে  কিন্তু পরে সেটি লকডাউন বাড়ার সাথে সাথে প্লেনের ভ্যালিডিটি বাড়াতে থাকে বিএসএনএল। এই প্ল্যান লঞ্চ হলেও এবার প্ল্যানের বৈধতা বাড়ানো হয়েছে। যে সব গ্রাহকের BSNL ল্যান্ডলাইন কানেকশন রয়েছে সেই সব গ্রাহক বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন পাবেন। লকডাউনের কারণে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে তাই সেজন্যই ঐই বিশেষ সুবিধা এনেছে এই সংস্থা।

এই অফারে বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন নিলে 10 Mbps পর্যন্ত স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে 5GB ডেটা। এই ডেটা শেষ হলে স্পিড কমে 1Mbps হবে। তার সাথে প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য 2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। এই প্ল্যানে 600 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। কোম্পানির ছত্তিশগড় সার্কেলের টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন প্ল্যানের খবর জানানো হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে। যদিও কোন ডেটা ব্যবহারের সুবিধা থাকছে না। গোটা দেশের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহার করা যাবে। তবে এই প্ল্যানের সঙ্গে কোন ডেটা ব্যবহার করা যাবে না।

RELATED ARTICLES

Most Popular