Homeএখন খবরআরও ৪ জেলা যুক্ত হল বুলবুলের হানার তালিকায়, শনিবার ৭টি জেলার সমস্ত...

আরও ৪ জেলা যুক্ত হল বুলবুলের হানার তালিকায়, শনিবার ৭টি জেলার সমস্ত মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষনা সরকারের

নিজস্ব সংবাদদাতা: দুই ২৪পরগনা ও পুর্ব মেদিনীপুরেই বুলবুলের প্রভাব পড়তে চলেছে এমনটাই প্রথমে আশংকা করেছিলেন আবহাওয়াবিদরা কিন্তু সেই আশংকা আরও বৃদ্ধি পেল ২৪ঘন্টার মধ্যে। শুক্রবার দুপুরেই পশ্চিমবঙ্গ প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল ওপরের তিনটি জেলার পাশাপাশি কলকাতা,  পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম ও হাওড়ার সমস্ত প্রাথমিক বিদ্যালয় শনিবার বন্ধ থাকবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিক্ষা দপ্তরের দুই বিভাগীয় সচিব সৌমিত্র মোহন এবং  আর সি বাগচী শুক্রবারই এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন ওই সাতটি জেলার ইনসপেক্টর অফ স্কুল ও চেয়ারম্যানদের। নির্দেশকায় বলা হয়েছে দুর্যোগের কবল থেকে ছাত্রছাত্রী ও কচিকাঁচার দলকে নিরাপদ দুরত্বে রাখার জন্যই শনিবার সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখতে হবে। এদিকে শক্তি আরও বাড়িয়ে অতি ভয়ংকর ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বুলবুল। রবিবার ভোরে এই ঝড় সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিমি। তা বেড়ে ঘণ্টায় ১৩৫ কিমিও হতে পারে। এরপর বুলবুল পাড়ি দেবে বাংলাদেশে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার মধ্যরাতেই পশ্চিমবঙ্গের সুন্দরবন হয়ে স্থলভাগে ঢোকা শুরু করবে বুলবুল। দমকা বাতাসের গতিবেগ ১০০/১১০ কিমি/ঘণ্টা হতে পারে। ১০ বছর পর এই প্রথম কোনও ঘূর্ণিঝড়ের বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় বর্তমানে সাগরদ্বীপের দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ৫৩০ কিমি দূরে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত খবর ছিল, বাংলায় না আছড়ে শেষ মুহূর্তে বাংলাদেশের দিকে সরে যেতে পারে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় বুলবুল। রাতে জানা গেল, বুলবুলের পথে পড়ে যেতে পারে বাংলার সুন্দরবনও। যে সম্ভাব্য গতিপথ মৌসম ভবন দিয়েছে, তাতে দেখা যাচ্ছে ভারতীয় সুন্দরবনে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। তার পর সেটি সরে যাবে বাংলাদেশের ভিতরে। ফলে রাজ্যের উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির জোর আশঙ্কা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। শনিবার ভারী থেকে অতি ভারী এমনকী এক-দু’জায়গায় চরম ভারী বর্ষণও হতে পারে। উত্তাল হবে সমুদ্র। রবিবার বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। হাওয়ার ধাক্কায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার আশঙ্কা। ভাঙতে পারে কাঁচা বাড়িও। ঝড়-বৃষ্টিতে ধান, সব্জিরও ক্ষতি হতে পারে। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে বৃহস্পতিবারই ওডিশা, আন্দামানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

RELATED ARTICLES

Most Popular