Homeএখন খবরবুলবুলের মরনকামড়ে ডুবল ৪টি লঞ্চ, ৮মৎস্যজীবির মৃত্যুর আশংকা, উদ্ধার ১টি মৃতদেহ, রাজ্যে...

বুলবুলের মরনকামড়ে ডুবল ৪টি লঞ্চ, ৮মৎস্যজীবির মৃত্যুর আশংকা, উদ্ধার ১টি মৃতদেহ, রাজ্যে মৃত বেড়ে ৯

নিজস্ব সংবাদদাতা: ভাবা হয়েছিল অল্পের ওপর দিয়ে অন্ততঃ প্রানহানির সংখ্যা কম হয়েছে বুলবুলের দাপটে। কিন্তু রবিবার সকাল সব হিসাবকে তছনছ করে দিল। সম্প্রতি পাওয়া একটি খবরে জানা যাচ্ছে দক্ষিন ২৪পরগনার ফ্রেজারগঞ্জে নোঙর করা চারটে ট্রলার ডুবে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন ৮জন মৎস্যজীবী। উদ্ধার হয়েছে একটি দেহ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে শনিবার রাতেই ঝড়ের দাপটে ফ্রেজারগঞ্জে ডুবে গেছে মৎস্যজীবীদের ওই চারটি ট্রলার। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে এক মৎস্যজীবীর দেহ। এখনও নিখোঁজ আটজন। হদিশ মেলেনি কয়েকটি ট্রলারেরও।পুলিশ সুত্রে জানা গেছে বুলবুলের মোকাবিলায় প্রথম থেকেই সতর্ক ছিল প্রশাসন। উপকূলবর্তী এলাকা থেকে সরানো হয়েছিল বাসিন্দাদের। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই সতর্কবার্তা পেয়ে শনিবার রাতে নামখানার ফ্রেজারগঞ্জের পাতিবুনিয়া খালে নোঙ্গর করা হয়েছিল প্রায় চল্লিশটি মাছ ধরার ট্রলার। ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে তার মধ্যে চারটি ট্রলার জলে ডুবে যায়। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় তল্লাশি অভিযান। রবিবার সকালে নিখোঁজ এফবি চন্দ্রানী ট্রলারের মধ্যে থেকে উদ্ধার হয় এক মৎস্যজীবীর দেহ। জানা গিয়েছে, মৃত সঞ্জয় দাস কাকদ্বীপের স্টিমার ঘাটের বাসিন্দা। ইতিমধ্যেই ওই ব্যক্তির পরিবার দেহটি শনাক্ত করেছে।

তবে ঘটনার পর থেকেই নিখোঁজ আরও ৮ জন মৎস্যজীবী। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। জানা গিয়েছে, মোট বারোজন মৎসজীবী ছিলেন ওই ট্রলারটিতে। তাঁদের মধ্যে তিনজন ট্রলার উলটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সাঁতরে পাড়ে উঠে আসতে সক্ষম হন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এফবি কমলা নামক ট্রলারটি ঝড়ের তাণ্ডবে ডুবে গেলে সেটিতে থাকা মৎস্যজীবীরাও সাঁতরে পাড়ে উঠে আসেন। তবে এখনও নিখোঁজ বাকি দুটি ট্রলারে কতজন ছিলেন বা কে কে ছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কাকদ্বীপ মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, মৃত মৎস্যজীবীর দেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নিখোঁজ ৮ মৎস্যজীবী ও ট্রলারগুলির সন্ধানে চলছে তল্লাশি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে নিখোঁজ মৎস্যজীবীদের কথা বাদ দিলেন বুলবুলের দাপটে এখনও অবধি রাজ্যে ৯জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যেই উত্তর ২৪পরগনাতেই মৃত্যু হয়েছে ৫জনের। জেলাশাসক চৈতালি চক্রবর্ত্তী জানিয়েছেন বসিরহাট ও হিঙ্গুলগঞ্জে ২জন করে এবং নোদাখালিতে একজন মারা গেছে। এছাড়া এখনও অবধি পাওয়া খবরে দক্ষিন ২৪পরগনায় ২জন ও নন্দীগ্রাম ও কলকাতায় ১জন করে মারা গিয়েছে। 

RELATED ARTICLES

Most Popular