Homeএখন খবরবুলেট ট্রেন মানছেনা শিবসেনা , বিজেপি ছাড়তেই কৃষক বন্ধু হতে চলেছেন উদ্ধব

বুলেট ট্রেন মানছেনা শিবসেনা , বিজেপি ছাড়তেই কৃষক বন্ধু হতে চলেছেন উদ্ধব

নিজস্ব সংবাদদাতা: বার বার কৃষক আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে মহারাষ্ট্রে। কিন্ত দেশের মতই মহারাষ্ট্রেও কৃষকের কথা কর্ণপাত করেনি বিজেপি। আর তার ফলও হাতে নাতে পেয়েছে বিজেপি শিবসেনা জোট। শিবসেনার ধারনা বিজেপির সঙ্গে থাকার কারনেই তাদেরও এই সমস্যা হয়েছে। তাই   জোট ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দিতেই কৃষক মুখি হতে চলেছে শিবসেনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পূর্ববর্তী সরকারের নেওয়া বুলেট ট্রেন প্রকল্প তারা মানছেনা বলে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। শিবসেনার এক নেতা জানালেন, সত্যিই ওই প্রকল্পে বাধা দিতে চলেছে তাঁদের দল। পাশাপাশি শিবসেনার মুখপাত্র মনীষা কায়ান্ডে জানিয়ে দেন, নানার তৈল শোধনাগার প্রকল্প তাঁরা বাতিল করতে চলেছেন। মুম্বইয়ের আরে কলোনিতেও আর গাছ কাটা হবে না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিবসেনা বিধায়ক দীপক কেসারকর বলেন, “আমরা কৃষকদের সমস্যা সমাধানে গুরুত্ব দেব। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বুলেট ট্রেনের কোনও দরকার নেই।” মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস, এনসিপি জোটের নাম মহা বিকাশ আগাদি। জোটের নেতারা গত সপ্তাহেই ইঙ্গিত দিয়েছিলেন, বুলেট ট্রেন প্রকল্পে যে বিপুল অর্থ খরচ হবে, সেই তুলনায় লাভ হবে বলে তাঁরা মনে করেন না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এক শীর্ষস্থানীয় নেতা সংবাদমাধ্যমকে বলেছিলেন, যদি বুলেট ট্রেন প্রকল্প চালু রাখতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকারকে তার খরচ বহন করতে হবে। মহারাষ্ট্র সরকার ওই প্রকল্পে খরচ করবে না। এনসিপি-র এক শীর্ষ নেতাও বলেন, ওই প্রকল্পে মহারাষ্ট্রের খরচ হওয়ার কথা ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা। অত টাকা খরচ করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মহারাষ্ট্রে গত কয়েক বছর খরায় শস্যের ক্ষতি হয়েছে। চলতি বছরে বন্যায় ডুবে গিয়েছিল কয়েক লক্ষ একর জমি। এর ফলে রাজ্যের কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। গত শনিবার রাজ্যপাল কৃষকদের জন্য ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করেন। কিন্তু বিরোধীরা দাবি করে, প্রতি হেক্টর কৃষিজমি পিছু ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুম্বইয়ের আরে কলোনি শহরের সবচেয়ে সবুজ এলাকা বলে পরিচিত। সেখানকার বাসিন্দারা দীর্ঘকাল যাবৎ গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। শিবসেনার এই ঘোষণাকে আরে কলোনির বাসিন্দাদের জয় হিসাবে দেখছেন অনেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই প্রকল্পে জাপান ৮৮ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে ভারতকে। তার ওপর সুদ দিতে হবে বছরে ০.১ শতাংশ হারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিবসেনার বক্তব্য, উচ্চবিত্ত আর ধনী কর্পোরেট দুনিয়ার স্বার্থ রক্ষা করতে গিয়ে বিজেপি সরকার দেশের কৃষক আর মেহেনতি মানু্ষের সর্বনাশ করেই চলেছে।

RELATED ARTICLES

Most Popular