Homeএখন খবরভারতে তিরিশ হাজার পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ১০০০ ছুঁই ছুঁই

ভারতে তিরিশ হাজার পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ১০০০ ছুঁই ছুঁই

নিজস্ব সংবাদদাতা: চল্লিশ দিনের লকডাউন যা কিনা আগামী ৩মে শেষ হতে চলেছে, দ্বিতীয় দফা চলা সেই লকডাউনের শেষ সপ্তাহে মঙ্গলবার সন্ধ্যায় দেশের ৩২ টি রাজ্যের নতুন করে আক্রান্ত ৮৫৮ জনকে নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩০৩১৬ জনে। আজ অবধি করোনা মুক্ত হয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন ৭৩০৬জন। গত ২৪ ঘন্টায় ৫১ জনের মৃত্যু হওয়ায় মঙ্গলবার অবধি মৃত ৯৭৩, মাত্র ২৭ বাকি রইল হাজার ছুঁতে যা হয়ত বুধবার সূর্য ওঠার আগেই সম্পন্ন হবে।

মঙ্গলবার বিকালে সাংবাদিকদের দেশের করোনা পরিস্থিতি অবহিত করাতে গিয়ে কেন্দ্রের স্বাস্থ্য যুগ্মসচিব লব অগ্রয়াল বলেন, মঙ্গলবার সকালে পাওয়া তথ্য অনুযায়ী ৬,৮৬৮জন কোভিড আক্রান্ত সুস্থ্য হয়েছেন যা মোট আক্রান্তের ২৩.৩%। করোনা আক্রান্ত ১৭ টি রাজ্য থেকে গত ২৮ দিনে কোনও নতুন রুগী আসেনি। বর্তমানে প্রতি ১০.২ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে যা আগের তুলনায় অনেকটাই কম।

দেশের রাজ্য গুলির আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা (বন্ধনীতে)আলাদা করে দেওয়া হল। যদিও কেন্দ্রের এই সংখ্যার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার সহমত না হওয়ায় আলাদা ভাবে রাজ্য সরকারের বক্তব্যও দেওয়া হয়েছে।                               মহারাষ্ট্র ৮৫৯০ (৩৬৯) গুজরাট ৩৭৭৪ (১৮১) দিল্লি ৩১০৮ (৫৪) মধ্যপ্রদেশ ২৩৮৭ (১২০) রাজস্থান ২৩৩৫(৫১) তামিলনাড়ু ২০৫৮ (২৫) উত্তরপ্রদেশ ১৯৮৬ (৩১)অন্ধ্র প্রদেশ ১২৫৯ (৩১) তেলেঙ্গানা ১০০৯ (২৫) পশ্চিমবঙ্গ ৬৯৭ (২২) জম্মু-কাশ্মীর ৫৬৫ (৮) কর্ণাটক ৫২৩ (২০) কেরালা ৪৮৬ (৪)বিহার ৩৬৬ (২)পাঞ্জাব ৩৩০ (১৯) হরিয়ানা ৩০৮ (৩)ওড়িশা ১১৮ (১) ঝাড়খন্ড ১০৪ (৩) চণ্ডীগড় ৫৬ (০)উত্তরাখন্ড ৫৪ (০) হিমাচল প্রদেশ ৪০ (২) অসম ৩৮ (১)ছত্তীশগড় ৩৭ (০) আন্দামান-নিকোবর ৩৩ (০)লাদাখ ২২ (০) মেঘালয় ১২ (১)পুদুচেরী ৮ (০) গোয়া ৭ (০) মনিপুর ২ (০) ত্রিপুরা ২ (০) অরুণাচল প্রদেশ ১ (০) মিজোরাম ১ (০)

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন,
গতকাল পর্যন্ত অ্যাকটিভ ছিল ৫০৪ জন। মঙ্গলবার সংখ্যাটা দাঁড়িয়েছে ৫২২ জন।গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৮ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১০ জন। এ অবধি মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৯ জন।গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মৃত ২২ জন। আজ অবধি মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ১৩ হাজার ২২৩টি এরমধ্যে সোমবারই ১১৮০টি টেস্ট হয়েছে। বর্তমানে সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৫৩৮৮ জন, গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৪৫১ জন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে আছেন ১৬ হাজার ৫২ জন, গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২৫৭৭ জন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ প্রয়োজন আছে এমন ব্যক্তিদের রাজ্য পিপিই দিয়েছে প্রায় ৫ লক্ষ। এন ৯৫ মাস্ক দেওয়া হয়েছে প্রায় ৩ লক্ষ।

RELATED ARTICLES

Most Popular