নিউজ ডেস্ক :পালটা রোড শো ঘিরে অশান্তি তুঙ্গে।রাজনৈতিক সংঘর্ষে বর্ধমানে আহত অনেক তৃণমুল কর্মী।জেপি নড্ডার রোড শোয়ের পালটা তৃণমূলের মিছিলের আগে গন্ডগোলের সৃষ্টি হয়।রবিবার সকালে পূর্ব বর্ধমানের বামচাঁদাইপুরে তৃণমূল কর্মীদের মারধর ও তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

এদিন বিকেলে বর্ধমান শহরে মিছিল করেন তৃণমূল যুব কংগ্রেস নেতা তথা অভিনেতা সোহম। মিছিলের প্রস্তুতি নিতে এদিন সকালে শক্তিগড় থানা এলাকার বামচাঁদাইপুরে জমায়েত করছিলেন তৃণমূল কর্মীরা। সেসময় তাদের ওপর হামলা চালায় বিজেপি বলে অভিযোগ। এই হামলার ফলে আহত হন বেশ কয়েকজন তৃণমূলকর্মী। ভাঙচুর চালানো হয় তৃণমূলের পার্টি অফিসও। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় এলাকায়।ঘটনাস্থলে পৌছায় পুলিশ।

তৃণমূলের দাবি, সোহমের মিছিলে যোগদানে বাধা দিতেই হামলা চালিয়েছে বিজেপি। শনিবার নাড্ডার মিছিলের পর নিজেদের ক্ষমতা জাহির করতেই এমন ঘটনা ঘটাল গেরুয়া শিবির।

অন্যদিকে বিজেপির পালটা দাবি, সোহমের মিছিলে যোগদানের জন্য বিজেপি কর্মীদের জোর জোড় চালায় তৃণমূলই।বচসার শুরু এভাবেই । তৃণমূল কর্মীরাই বিজেপি কর্মীদের মারধর করেছেন বলে দাবি তাদের।

RELATED ARTICLES

Most Popular