Homeএখন খবরদিল্লিতে মৃত্যু বেড়ে ২০, হিংসার জন্য দায়ি কপিল মিশ্র বললেন গম্ভীর,...

দিল্লিতে মৃত্যু বেড়ে ২০, হিংসার জন্য দায়ি কপিল মিশ্র বললেন গম্ভীর, বিজেপির নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ, জানতে চাইলেন আদালত

কপিল মিশ্র ও গৌতম গম্ভীর 

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে  হিংসার বলির সংখ্যা বেড়ে দাঁড়াল  ২০। আহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা সংকট জনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকা। এমনটাই জানা গেছে জিটিবি হাসপাতাল সূত্রে।  এমনটাই জানা যাচ্ছে। এরমধ্যে বুধবার মধ্যরাতে হিংসার দরুণ আরও ৭ জন নিহত হয়েছেন। আদালতের নির্দেশের উপর ভরসা না করে পুলিশকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। পাশাপাশি হিংসায় ইন্ধন জোগানোর জন্য  বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, পারভেশ সিং, কপিল মিশ্র সহ রাজধানীতে হিংসার জন্য জড়িতদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? তা জানাতে বুধবার  পর্যন্ত দিল্লি পুলিশকে সময় দিয়েছে আদালত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে বিজেপি নেতা কপিল মিশ্রকে এই হিংসার জন্য দায়ি করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি থেকে নির্বাচিত পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর। তাঁর বক্তব্যকে দুর্ভাগ্যজনক, দায়িত্ব জ্ঞানহীন বলে তাঁর বিরুদ্ধে দলের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন গম্ভীর।  মঙ্গলবার সংবাদমাধ্যমে গম্ভীর বলেন, ‘‘কপিল মিশ্র হোন বা অন্য দলের কোনও নেতা, উস্কানিমূলক মন্তব্যের জন্য যে কারও বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত।’’
গম্ভীরের মতে, ‘‘যে কেউই উস্কানিমূলক মন্তব্য করুন না কেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। পুলিশ সুরক্ষিত না থাকলে, সাধারণ মানুষের মনের অবস্থা কী হতে পারে, তা আঁচ করাই যায়।’’


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য, কপিল শর্মা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন,  তিন দিনের মধ্যে সিএএ বিরোধী বিক্ষোভ না তুললে, তাঁরা কারও কথা শুনবেন না বলে রবিবার পুলিশের সামনেই হুঁশিয়ারি দেন কপিল মিশ্র। তার পরই জাফরাবাদ-সহ একাধিক এলাকার পরিস্থিতি তেতে ওঠে। এ নিয়ে কপিল মিশ্রের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন বিরোধীরা । এ বার সে নিয়ে মুখ খুললেন গম্ভীর। কপিল এও বলেছিলেন, পুলিশ চুপচাপ বসে থাকুক, আমরাই সামলে নেব অবস্থা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তাল দিল্লির পরিস্থিতি পর্যালোচনা করতে নজিরবিহীনভাবে মঙ্গলবার রাত পৌনে দুটো পর্যন্ত দিল্লি হিংসা নিয়ে মামলার শুনানি হয় হাইকোর্টে। বিচারপতি এস মুরলিধরের বাড়িতেই চলে শুনানি। দিল্লি পুলিশকে বিচারপতি এস মুরলিধর ও বিচারপতি এ জে ভমম্বানী বেঞ্চের নির্দেশ, অবিলম্বে মুস্তাফাবাদের ছোট হাসপাতাল থেকে দিল্লি হিংসায় জখমদের বড় হাসপাতালে ভর্তি করতে হবে। শুনানিতে উপস্থিত ছিলেন দিল্লি পুলিশের পদস্থ আধিকারিকরা। আজ দুপুরে ফের হবে শুনানি। হাইকোর্টে রিপোর্ট দিতে হবে দিল্লি পুলিশকে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের একটি ফোরাম মঙ্গলবার গভীর রাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। তাদের দাবি ছিল, মুস্তাফাবাদে আহতদের চিকিৎসার জন্য যেতে ইচ্ছুক মেডিক্যাল টিম ও আহতদের নিয়ে যাওয়া অ্যাম্বুল্যান্সকে যেন পুলিশি নিরাপত্ত দেওয়া হয়। তাঁদের আভিযোগ, বিভিন্ন মহল্লা ঘিরে রেখেছে সংশোধিত নাগরিক আইনের সমর্থকের আড়ালে দাঙ্গাবাজরা। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি মসজিদে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

RELATED ARTICLES

Most Popular