Homeএখন খবরঅবরোধ , আগুন , ভাঙচুর, তাণ্ডবে বিপর্যস্ত রাজ্য , রবিবারও পরিস্থিতি স্বাভাবিক...

অবরোধ , আগুন , ভাঙচুর, তাণ্ডবে বিপর্যস্ত রাজ্য , রবিবারও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আশংকা


নিজস্ব সংবাদদাতা : সংশোধিত নাগরিক আইনের বিরোধিতা ও প্রতিবাদের নামে শুক্রবার থেকে শুরু হওয়া তাণ্ডবের জেরে রাজ্য জুড়ে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তাতে আগামীকাল অর্থাৎ রবিবারও পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা সন্দেহ রয়ে গেছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার  থেকে চলতে থাকা বিক্ষোভ আজ সন্ধ্যা অবধি অব্যাহত রয়েছে। বাংলার বিভিন্ন কোনে ছড়িয়ে ছিটিয়ে এখনো অশান্তির আগুন জ্বলছে। এর মাঝেই মুর্শিদাবাদের বেলডাঙ্গা সহ একাধিক স্টেশন থেকে নতুন করে ঝামেলার খবর পাওয়া গেছে। লালগোলা শিয়ালদহ সেকশনে একাধিক জায়গায় ট্রেনে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার আদৌ ট্রেন চালানো সম্ভব হবে কিনা সন্দেহ প্রকাশ করছেন রেল কর্তারা। কারন কোথও ট্রেনের লাইন বিপর্যস্ত করে দেওয়া হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে উলুবেড়িয়া, মৌড়িগ্রাম, আন্দুল থেকে নতুন করে কোনো ঝামেলার খবর না পাওয়া গেলেও এখনো রেল লাইনের ওপর অবরোধ চলায় খড়গপুর হাওড়া সেকশনে এখনো ট্রেন চলাচল সম্পুর্ন স্তব্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলের উচ্চপদস্থ কর্মী জানান, আইন শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারে পড়ে। অথচ রেলের সম্পত্তি ভাঙচুরের সময় বেশিরভাগ জায়গাতেই কোনো রকম প্রতিরোধ দেখা যায়নি। ফলে রেল পরিষেবা সচল করতে বহুরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একাধিক জায়গায় রেল লাইন উপড়ে ফেলা হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পূর্ব রেলের মালদহ ডিভিশন এবং হাওড়া ডিভিশনে একাধিক জায়গায় বিক্ষোভের জেরে কয়েকটি শাখায় সম্পুর্ন রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মালদহ ডিভিশনের ফারাক্কা আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল সম্পুর্ন বন্ধ রয়েছে। শিয়ালদহ ডিভিশনের লালগোলা কৃষ্ণগঞ্জ সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বীরভূমের মুরারই স্টেশনে বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ গুমানি রামপুরহাট সেকশনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পাকুড়,নলহাটি, রামপুরহাটের মত স্টেশনে একাধিক ট্রেন দাঁড়িয়ে যায়। পরে অবশ্য অবরোধ উঠে যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই অবরোধের জেরে কলকাতার সাথে শহরতলীর যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে রয়েছে।

শিয়ালদহ নর্থ সেকশনের এক নিত্যযাত্রী এদিন জানান, এর আগে যখন মাতৃভূমি লোকালে পুরুষদের উঠতে দেওয়া নিয়ে আন্দোলন হয় তখন বিভিন্ন স্টেশনে পুলিশ যেভাবে নিত্যযাত্রীদের আক্রমন করেছিল তার চাইতে ফোঁটাও এদিন দেখা গেলে বিষয়টি এতদূর গড়াত না। তাঁরও দাবি এদিন কোথাও পুলিশের টিকিও খুঁজে পাওয়া যায়নি।

উপড়ে নেওয়া হচ্ছে রেললাইন(সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ভিডিও, এর সত্যতা যাচাই করেনি দ্য খড়গপুর পোস্ট)


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খড়গপুর হাওড়া ট্রেন চলাচল বন্ধ থাকার কারনে খড়গপুর থেকে ট্রেনগুলিকে আদ্রা-আসানসোল-বর্ধমান হয়ে হাওড়া অবধি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে একাধিক দূরপাল্লার ট্রেন যেমন গীতাঞ্জলি এক্সপ্রেস, কুরলা এক্সপ্রেস রয়েছে। অন্যদিকে হাওড়া স্টেশনে আটকে থাকা যাত্রীদের নিয়ে একটি স্পেশাল ট্রেন হাওড়া থেকে বর্ধমান আসানসোল আদ্রা হিজলি হয়ে হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসের রুটে চালানোর স্বীদ্ধান্ত হয়েছে। পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের প্রচুর দূরপাল্লার ট্রেন আগামী কালও বাতিল থাকার ঘোষণা হয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হলদিয়া, দিঘা, মেদিনীপুর ডিপোর একাধিক বাসে আজ অগ্নিসংযোগ করে হয় আজ কোনা এক্সপ্রেসওয়েতে। মেদিনীপুর ডিপো সূত্রে জানা গিয়েছে আগামীকাল কলকাতা রুটে তাঁদের সবকটি বাসই চালানো হবে। অন্যদিকে ঝাড়গ্রাম ডিপোর বাসের ক্ষয়ক্ষতি না হলেও কলকাতাগামী একাধিক বাস রাস্তায় বিভিন্ন জায়গায় আটকে রয়েছে। ডিপো ইনচার্জ শীতল চক্রবর্তী জানান, বাসগুলি কার্যত অরক্ষিত অবস্থায় রাস্তায় রয়েছে। এমনকি কর্মীদের সাথেও তাঁরা সেভাবে যোগাযোগ করতে পারেননি। তবে আগামী কাল জেলার সব বাস চললেও, কলকাতাগামী বাস চলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বিদ্র- খবরটি প্রকাশের পরই রেল সূত্রে জানানো হল যশবন্তপুর গামী স্পেশাল ট্রেনটি বাতিল করা হয়েছে। আমাদের সাথে জুড়ে থাকুন, খবরটি আমরা আপডেট করব।

RELATED ARTICLES

Most Popular