Homeএখন খবরলুটেরাদের হাতে উলুবেড়িয়া স্টেশন, স্টেশনের কাউন্টার থেকে লুট চার লাখ টাকা,...

লুটেরাদের হাতে উলুবেড়িয়া স্টেশন, স্টেশনের কাউন্টার থেকে লুট চার লাখ টাকা, ভাঙচুর ৮`টি কম্পিউটার

নিজস্ব সংবাদদাতা : তাহলে কি লুটেরাদের হাতে চলে গিয়েছিল উলুবেড়িয়ার আন্দোলন। নাগরিক সংশোধনী আইন বিরোধি আন্দোলন কি পুরোপুরি লুটেরা আর সমাজ বিরোধিদের দখলে চলে গেছিল।  সন্ধ্যায় দক্ষিন পুর্ব রেল জানিয়েছে অন্তত চার লক্ষ টাকা লুট করেছেন আন্দোলনকারীরা। ভাঙচুর করা হয়েছে ৮টি কম্পিউটার ।

ভাঙচুর হওয়া টিকিট কাউন্টার

আন্দোলনের নামে তাণ্ডব শনিবারও , পুরোপুরি স্তব্ধ ট্রেন চলাচল , চরম সমস্যায় যাত্রীরা

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন প্রথমেই প্রশ্ন উঠেছে আন্দোলনের চরিত্র নিয়ে । রেল লাইন আটকে আন্দোলন করার সময় থেকেই হাওড়া খড়গপুর রুটে ট্রেন চলাচল সম্পুর্ন বিপর্যস্ত হয়ে যায়। উলুবেড়িযার পর থেকে প্রতিটি স্টেশনেই একের পর এক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে যায়। এর মাঝেই রেল লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা।

লুটপাটের পরের চিত্র


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সবচেয়ে বড় খবর হল দাঁড়িয়ে থাকা করমন্ডল এক্সপ্রেসের ওপর পাথর নিক্ষেপ করে দুষ্কৃতীরা। কার্যত তান্ডবের মাঝে আশায় অবস্থায় পড়ে থাকেন যাত্রীরা। প্রশ্ন হল ট্রেনের যাত্রীদের দিকে কেনই বা পাথর ছোঁড়া হলআভিযোগ আরও যে পরিস্থিতি খতিয়ে দেখতে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে রওনা দিলে তাঁদের ওপরও আক্রমন হয় । ভয়ে ঘটনাস্থলে যেতেই পারেননি রেলের আধিকারিকরা । অভিযোগ গোটা ঘটনার সময় রাজ্য পুলিশ বা রেল পুলিশও ভয়ে গুটিয়ে যায়। ফলে সম্পুর্ন নিরাপত্তাহীন হয়ে পড়ে যাত্রীরা।

বেঁচে ফিরব ভাবতেই পারিনি, এরাই আমাদের সহ নাগরিক ! এখনও আতঙ্ক কাটেনি


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আন্দোলনের নামেই এদিন হামলার আভিযোগ উঠেছে উলুবেড়িয়া স্টেশনের ক্যাশ কাউন্টারে। সম্পুর্ন পেশাদারি দক্ষতা নিয়ে পরিকল্পনা মাফিক ঢোকা হয় ক্যাশ কাউন্টারের ভেতরে। প্রথমে ভাঙচুর করা হয় কম্পিউটারগুলি । আর এতেই ত্রস্ত কর্মীরা এদিক ওদিক প্রান ভয়ে পালালে লুট করা হয় ক্যাশ ।রেলের তরফ থেকে জানানো হয় অবরোধের নামে কার্যত লুটপাঠ চালায় দুষ্কৃতীরা। রেল সূত্রের খবর উলুবেড়িয়া স্টেশনের টিকিট কাউন্টারের আটটি কম্পিউটার ভেঙে ফেলা হয়েছে, এবং নগদ চার লাখ টাকা লুট হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে সম্পুর্ন ক্ষয় ক্ষতির হিসেব এখনো হয়নি, তবে সুটের খবর তা দশ লাখ টাকার বেশিই হবে। দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান রেলের কর্মী বা নিরাপত্তারক্ষীরা উলুবেড়িয়া স্টেশনে পৌঁছতেই পারছেন না।

রেলের ফেসবুক পোস্ট


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শেষ পাওয়া খবর অনুসারে যাত্রী ভর্তি করমন্ডল এক্সপ্রেস, কুরলা এক্সপ্রেস, বাঘাযতীন প্যাসেঞ্জার এবং আদ্রা শালিমার আরণ্যক এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন একাধিক স্টেশনে দাঁড়িয়ে আছে। বাঘাযতীন প্যাসেঞ্জারের যাত্রী সুশোভন বর দ্য খড়গপুর পোস্টের প্রতিনিধিকে জানান প্রায় পাঁচ ঘণ্টা নলপুর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকলেও কোনো রকম পুলিশ বা নিরাপত্তার ব্যবস্থা করেনি রেল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অবশেষে যাত্রী বোঝাই ট্রেনটিকে সাতরাগাছি ফেরত নিয়ে যাওয়ার ঘোষণা হলেও কখন হবে তা কেউ জানেন না। প্রতিটি স্টেশনেই একাধিক যাত্রী বোঝাই ট্রেন দাঁড়িয়ে রয়েছে। উৎকন্ঠার মধ্যে রয়েছেন যাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এবং খড়গপুর হাওড়া শাখায় ট্রেন চলাচল সম্পুর্ন বন্ধ আছে।

থমথমে উলুবেড়িয়া স্টেশন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে এই খবর আপডেট করার সময় সুশোভন জানালেন , নলপুর থেকে ছেড়েছে বাঘাযতীন । ওটাই একমাত্র লোকাল হয়ে খড়্গপুর পৌঁছানোর কথা। রেলের তরফে ঘোষনা করা হয়েছে ট্রেনের জানালা যেন বন্ধ করে রাখা হয় উলুবেড়িয়া সংলগ্ন এলাকায় । 

RELATED ARTICLES

Most Popular