Homeএখন খবরদাঁতনে জাতীয় সড়ক থেকে উদ্ধার ৫লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেপ্তার ২

দাঁতনে জাতীয় সড়ক থেকে উদ্ধার ৫লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা: ওড়িশা বাংলা আন্তরাজ্য গাঁজা চোরা চালানকারীদের একটি বড়সড় চাঁইকে উন্মোচন করল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে নির্দিষ্ট একটি সূত্রে খবর পেয়েই বালেশ্বর-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে নাকা চালিয়ে এই সাফল্য আসে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দাঁতন থানার এক আধিকারিক জানিয়েছেন, ” দুপুর ২টো নাগাদ পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত হাসিমপুরে একটি প্রাইভেট কারকে আটকানো হয়। এরপরই সেই গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের অংশ থেকে সাতটি বড় প্যাকেট উদ্ধার করি আমরা।”   পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া গাঁজার পরিমান প্রায়   ৬৫কেজি যার আর্থিক মুল্য ৫লক্ষ ২০হাজার টাকা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যে প্রাইভেট কারে করে ওই গাঁজা পাচার করা হচ্ছিল সেই ওড়িষার রেজিস্ট্রেশনের হুন্ডা ভারনা গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। দুই চোরা চালানকারী   কানহা সাঁই ও রামচন্দ্র নায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনেরই বাড়ি ওড়িষার গঞ্জাম জেলায়। শুক্রবার তাদের দাঁতন কোর্টে তোলা হবে বলে যানা গেছে।

RELATED ARTICLES

Most Popular