Homeএখন খবরসরস্বতী বন্দনার আগেই পথে নামলেন কলেজের অস্থায়ী কর্মীরা, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের সামনে...

সরস্বতী বন্দনার আগেই পথে নামলেন কলেজের অস্থায়ী কর্মীরা, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে চলছে অবস্থান 

নিজস্ব সংবাদদাতা: সোমবার  কোলকাতা ও কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পর মঙ্গলবার, সরস্বতী পুজোর ঠিক আগের দিনই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান শুরু করলেন বিভিন্ন কলেজগুলির অস্থায়ী কর্মচারীরা। দীর্ঘ আবেদন নিবেদন ব্যর্থ হওয়ার পর বঞ্চনা আর বৈষম্যের প্রতিবাদে অবস্থান আন্দোলনে সামিল হয়েছেন। ২ দিন ব্যাপী অবস্থান করার পর উপাচার্যের নিকট জীবন দাবীসনদ জমা দেবেন। সোমবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ক্যাজুয়াল কর্মচারীরা এই অবস্থান ও ডেপুটেশানে যোগ দেওয়ায় কার্যত লাটে উঠেছিল  কলেজের যাবতীয় পরিষেবা। মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ  আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন করে অবস্থান শুরু হওয়ায় অভূতপূর্ব কর্ম সংকটের মুখে কলেজগুলি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ীজ সমিতির রাজ্য কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী  উচ্চশিক্ষা মন্ত্রী ও মুখ্যমন্ত্রী সহ তাদের দপ্তরে একাধিকবার লিখিত আবেদন জানিয়ে নিরাশ হয়ে আজ তারা পথে নামতে বাধ্য হয়েছে বলে জানান সংগঠনের নেতৃত্বরা।

আগামী কর্মসুচী ঘোষনা রাজ্য নেতৃত্বের 

সরকারী সব দপ্তরের চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের সরকার স্বীকৃতি ও নিরাপত্তা দিলেও কেবলমাত্র উচ্চশিক্ষা দপ্তরের অধীন কলেজের কর্মচারীরা তা থেকে এখনো বঞ্চিত। তাছাড়া কলেজের আংশিক সময়ের বা অতিথি অধ্যাপকদের ক্ষেত্রে সরকার স্বীকৃতি দিলেও একই ছাদের তলায় কর্মরত কলেজের শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কেন এই বৈষম্য? সেই অভিযোগ তোলেন সংগঠনের নেতৃত্বরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অবস্থান থেকে দাবী করা হয়েছে, কলেজে কর্মরত সকল ক্যাজুয়াল কর্মচারীদের সরকারী স্বীকৃতি প্রদান করতে হবে, অন্যান্য দপ্তরের চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের ন্যায় কলেজ ক্যাজুয়াল কর্মচারীদের ৬০ বছর পর্যন্ত কর্মসংস্থানের নিরাপত্তা দিতে হবে, নির্দিষ্ট বেতনক্রম চালুকরন সহ সরকারী আদেশনামা ৩৯৯৮ এফ(পি -২) এর অন্তর্ভূক্তিকরন করতে হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই দাবী তাদের ন্যয্য দাবী, এটা তাদের অধিকার। তার জন্য উপাচার্যকে ডেপুটেশান দেওয়ার  আগামী ফেব্রুয়ারী মাসে কলকাতায় আরও বৃহৎ আকারে আন্দোলন  কর্মসূচী নেওয়া হবে বলে  ঘোষনা করা হয়। 

RELATED ARTICLES

Most Popular