Homeএখন খবরপ্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফলাফল, পাশের হারে এগিয়ে মেয়েরা

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফলাফল, পাশের হারে এগিয়ে মেয়েরা

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। দ্বন্দ কাটিয়ে শেষ পর্যন্ত প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল। করোনার দাপটে মাঝ পথেই বন্ধ হয়ে গিয়েছিল পরীক্ষা। লকডাউনের পর বকেয়া পরীক্ষাগুলি হবে কিনা তা নিয়েও বেশ খানিকটা জটিলতার সৃষ্টি হয়েছিল। এর জেরে ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছিলেন পড়ুয়ারা। শেষ অবধি সুপ্রিম কের্টের হস্তক্ষেপে সেই জটিলতা কাটে।

গত মাসেই সিবিএসই-র তরফে জানানো হয়, জুলাই মাসের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। সেইমতো সোমবার সকালে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করা হল।

বোর্ড কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন্যান্য বছরের তুলনায় সার্বিকভাবে পাশের হার অনেকটাই বেড়েছে। এবছর ৮৮.৭৮ % পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যা গতবছরের থেকে ৫.৩৮% বেশি। পাশাপাশি এবছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৫.৯৬% বেশি। এবছর গোটা দেশে মোট ১২ লক্ষের বেশি পরীক্ষার্থী দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি পাশ করেছে কেরলের ত্রিবন্দ্রম এলাকায়। তাদের পাশের হার ৯৭.৬৭%। বেঙ্গালুরু রিজিয়নে পাশ করেছে ৯৭.০৫ %, চেন্নাইয়ে ৯৬.১৭ %, দিল্লি পশ্চিমে ৯৪.৬১%, পূর্ব দিল্লতে পাশের হার ৯৪.২৪%। ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশের পর মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছে জানিয়েছেন।

টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, “এবছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল জানা যাবে cbseresults.nic.in সাইট থেকে। যাঁরা ফলাফল প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। পড়ুয়াদের স্বাস্থ্য ও শিক্ষার মান বজায় রাখাই আমাদের কাছে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়।”

করোনা পরিস্থিতির কারণে আইএসই আইসিএসই-র মতো সিবিএসই-র ক্ষেত্রেও এবছর কোনোরকম মেধা তালিকা ঘোষণা করা হয়নি। শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই ফলপ্রকাশ করেণ বোর্ড কর্তৃপক্ষ। পাশাপাশি ৪০০ পরীক্ষার্থীর ফলাফল বোর্ডের তরফে পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular