Homeএখন খবরসংশোধিত নাগরিক আইনে বাংলার প্রথম বলি হলেন দুই অভিন্ন হৃদয় বন্ধু

সংশোধিত নাগরিক আইনে বাংলার প্রথম বলি হলেন দুই অভিন্ন হৃদয় বন্ধু

                 
নিজস্ব সংবাদদাতা: এনআরসি আতঙ্কে মৃত্যু হয়েছিল অনেকের কিন্তু সংশোধিত নাগরিক আইন আতঙ্কে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল বাংলায়। পুর্ব বর্ধমানের কাটোয়ায় কয়েকঘন্টার ব্যবধানে মৃত্যু হল দুই অভিন্ন হৃদয় বন্ধুর। শুক্রবার কাটোয় ২ব্লকের কারুই গ্রামে মৃত্যু হয়েছে কাশেম শেখ(৬৮) ও সাত্তার শেখ (৬৫) নামে দুই বৃদ্ধের। মাত্র ৮০০মিটার ব্যবধানে বসবাসকারী এই দুই ক্ষেতমজুর পরস্পর আন্তরিক বন্ধু ছিল বলে জানা গেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কাশেম ও সাত্তারের পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মৃত্যু হয় কাশেমের অন্যদিকে সাত্তার মারা যায় বিকাল ৪টায়। দুজনেরই পরিবার জানিয়েছে গত কয়েকদিন ধরে কাজকর্ম ছেড়ে দিয়ে জমি জায়গার কাগজপত্র খোঁজায় ব্যস্ত ছিলেন তাঁরা। গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে দৌড়াদৌড়ি ছিল তারা। কারুই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শুধুই ওঁরা নন, গ্রামের অনেকেরই খাওয়া দাওয়া কাজকর্ম মাথায় উঠেছে। এঁরা কাগজের জন্য বিভিন্ন জায়গা ছুটোছুটি করছিলেন। গ্রামের অনেকেই এই আইন নিয়ে আতঙ্কে রয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কাশেমের ছেলে মনিরুল জানিয়েছেন, ”বাবা ভীষন আতঙ্কে ছিলেন। বারবার বলছিলেন, কাগজ না যোগাড় করতে পারলে হয় জেলে কিংবা বাংলাদেশে চলে যেতে হতে পারে আমাদের। গত কয়েকদিন ভীষন মনমরা হয়েছিলেন। আতঙ্ক গ্রাস করেছিল তাঁকে। সেকারণেই হার্ট অ্যাটাক হয়ে যায়।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কাটোয়া ২ ব্লকের বিডিও শমিক পানিগ্রাহী জানিয়েছেন, ‘ওনারা যে সংশোধিত নাগরিক আইন আতঙ্কেই মারা গেছেন এটা আমি নিশ্চিত নই তবে পঞ্চায়েতের আধিকারিকরা জানিয়েছেন যে, নিজের জমি জায়গা ইত্যাদির কাগজপত্রের জন্য দুজনেই ছোটাছুটি করছিলেন। 

RELATED ARTICLES

Most Popular