Homeআন্তর্জাতিকলাদাখ সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই ভারতীয় সেনার হাতে আটক চীনের সেনা জওয়ান

লাদাখ সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই ভারতীয় সেনার হাতে আটক চীনের সেনা জওয়ান

নিউজ ডেস্ক: ভারত-চীন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই ভারতীয় সামরিক বাহিনীর হাতে ধরা পড়লেন এক চীনা সেনা জওয়ান। অনুপ্রবেশের দায়েই তাঁকে আটক করা হয়েছে। চীনের ওই সেনা জওয়ানকে হেফাজতে নেওয়া হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। জানা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে চীনের ওই সেনা জওয়ান ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। প্যাংগং লেকের দক্ষিণ দিকে তাঁকে ধরে ফেলে ভারতীয় সেনা।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘৮ জানুয়ারি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে ভারতীয় ভূখণ্ডে চীনের এক সেনা জওয়ানকে ধরা হয়েছে। তিনি প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন। সীমান্তে মোতায়েন থাকা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা চীনের সেনাবাহিনীর ওই জওয়ানকে হেফাজতে নিয়েছেন। বিদেশের সেনা জওয়ানকে অনুপ্রবেশের দায়ে আটক করার পর যে প্রক্রিয়া অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়, এক্ষেত্রেও সেই প্রক্রিয়াই মেনে চলা হচ্ছে।’

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘গত বছর চীনের সেনাবাহিনী সীমান্তে জড়ো হয়ে আগ্রাসন শুরু করার পর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখার দু’পারে সেনা জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কীভাবে চিনের ওই সেনা জওয়ান প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করলেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ২০ অক্টোবরও প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে ভারতীয় ভূখণ্ডে চীনের এক সেনা জওয়ান ধরা পড়েন। তাঁর নাম কর্পোরাল ওয়াং ইয়া লং। লাদাখের দেমচক অঞ্চলের কাছে তিনি ভারতীয় সেনার হাতে ধরা পড়েন। তাঁর কাছ থেকে বিভিন্ন নথি উদ্ধার হয়। তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন ভারতীয় সেনা। ধরা পড়ার পরের দিন কর্পোরাল ওয়াংকে চীনের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

আর এবারেও একই পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সেনা জওয়ানকে হেফাজতে নেওয়ার খবর চীনকে জানানো হয়েছে। এ বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনাও চলছে। এক থেকে দুদিনের মধ্যেই চীনা সেনা জওয়ানকে দেশে ফেরত পাঠানো হবে।

RELATED ARTICLES

Most Popular