Homeএখন খবরঘাটাল মহকুমা শাসকের নাম করে ল্যাপটপ নিয়ে চম্পট জালিয়াত

ঘাটাল মহকুমা শাসকের নাম করে ল্যাপটপ নিয়ে চম্পট জালিয়াত

নিজস্ব সংবাদদাতা: দোকনদারকে বোকা বানিয়ে মহকুমা শাসকের নাম করে দোকানদারের কাছ থেকে ল্যাপটপ নিয়ে চম্পট দিল এক জালিয়াত শিরোমনি। শনিবার দুপুরের এই জালিয়াতির ঘটনায় সুত্র হাতড়িয়ে কুল পাচ্ছেনা পুলিশ । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা শহরে। ঘটনায় বিস্মিত স্বয়ং মহকুমা শাসকও ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের কোন্নগরে এলাকায় একটি দোকানে গিয়ে এক ব্যক্তি নিজেকে মহকুমা দপ্তরের কর্মচারী পরিচয় দিয়ে বলে,  ‘মহকুমা শাসক একটি ল্যাপটপ নিতে চান। আপনি একটি ভাল কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে অফিসে চলে আসুন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই মত ওই দোকানদার ঘাটাল মহকুমা শাসকের অফিসের গেটে প্রবেশ করলে ল্যাপটপটি রিসিভ করে মহকুমাশাসককে দেখিয়ে আসি বলে  অন্য গেট দিয়ে পালিয়ে যায় জালিয়াত । পরে দোকানের মালিক অফিসে গিয়ে মহকুমা শাসককে জিজ্ঞাসা করেন ল্যাপটপটি পছন্দ হয়েছে কিনা ? মহকুমা শাসক আকাশ থেকে পড়েন। আর এরপরই  জানা যে ঘটনাটি পাক্কা জালিয়াতির ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দোকান মালিক পার্থ মাইতি জানান, ‘এদিন হঠাৎ এক ভদ্রলোক দোকানে এসে হাজির হয়, এবং উনি মহকুমা শাসক দপ্তরের কর্মী হিসেবে পরিচয় দেন। একটি  দামী কোম্পানির ল্যাপটপ নিয়ে আসতে বলেন মহকুমাশাসক কে দেখানোর জন্য। সেই ব্যক্তি পোশাক, কথাবার্তা দেখে সন্দেহ না করে বিক্রির জন্য অফিসের গেটে দোকানদার ওই ব্যক্তিকে ল্যাপটপটি দেন দেখানোর জন্য।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই সময় মহকুমা শাসক মিটিংয়ে ব্যস্ত ছিলেন, তাই ঐ কর্মী অফিসে ঢুকে ঘোরাঘুরি করে বেশ কিছুক্ষন। এমনকি অনেকের সাথে কথা বলতেও দেখেন গেটে দাঁড়িয়ে। ওই ব্যক্তি জানান মহকুমা শাসক এখন ব্যস্ত আছেন তাই আপনারা দোকানে যান মহকুমা শাসককে দেখিয়ে উনি আবার দোকানে ফেরত দিয়ে আসবেন। এই কথা শুনে দোকানের মালিক দোকানে ফিরে আসেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন বিকেল পাঁচটা নাগাদ ল্যাপটপ নিয়ে  কোনকিছু খবর না জানতে পেরে ফের মহকুমা শাসকের অফিসে যান দোকান মালিক।  ল্যাপটপ সম্বন্ধে জিজ্ঞাসা করেন। তখন ঘাটালের মহকুমা শাসক  বলেন, ‘এই ধরনের কোনো ঘটনা তার জানা নেই। তিনি কাউকেই  দোকানে পাঠাননি’। তখন নিজে প্রতারিত হয়েছেন  বুঝতে পারেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনা প্রসঙ্গে ঘাটালের মহকুমা শাসক অসীম পাল বলেন, ‘অফিসের সিসিটিভি ফুটেজে পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।’ তদন্ত শুরু করেছে পুলিশ। 

RELATED ARTICLES

Most Popular