Homeএখন খবরPF এ্যকাউন্ট এর ব্যলেন্স কীভাবে মোবাইল থেকে চেক করবেন

PF এ্যকাউন্ট এর ব্যলেন্স কীভাবে মোবাইল থেকে চেক করবেন

ডিজিটাল ডেস্কঃ কোনো সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের জন্য পিএফ একাউন্ট কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই সবারই জানা আছে কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানিনা পিএফ একাউন্টে কত টাকা আছে আজ আমরা আপনাদের কে সেটাই জানাব। সাধারণত সংলিস্ট সংস্থাটি আপনাদের মাসের শেষে থেকে কিছু টাকা কেটে নিয়ে নেই এবং সেই টাকাটা ই পি ফ অ্যাকাউন্ট এ জমা হয় এখন‌ আপনারা জানবেন কি করে যে আপনার পিএফ অ্যাকাউন্ট এ কত টাকা আছে তাঁর জন্য নিচে চারটি পদ্ধতি দেওয়া হল ।

 

১. Umang App এর মাধ্যমে
এই এপটি আপনারা গুগল প্লে স্টোর এ পেয়ে যাবেন সেখান থেকে এই আ্যপটি ইন্সটল করে ওপেন করুন তারপর আ্যপটিতে রেজিস্ট্রেশন করার পর আপনারা পিফ এর ব্যলেন্স সহ অন্যান্য তথ্য একটির মাধ্যমে পেয়ে যাবেন এই আ্যপটি অগের বছর গভর্নমেন্ট দ্বারা লঞ্চ করা হয়েছে।

 

 

২. মিসড কলের মাধ্যমে
আপনি আপনার মোবাইল এ মিসড কলের মাধ্যমে ব্যলেন্স জানতে পারবেন তার জন্য আপনার মোবাইল নাম্বার এর সাথে ইউনিভারসেল অ্যকাউন্ট নাম্বার(UAN) যুক্ত থাকতে হবে তাহলে আপনি +৯১১১২২৯০১৪০৬ এই নাম্বার এ মিসডকল করলে আপনার অ্যাকাউন্ট ব্যালান্স জানতে পারবেন

 

৩. এস.এম.এস এর মাধ্যমে
এস.এম.এস এর মাধ্যমে আপনি ব্যলেন্স জানতে পারবেন তার জন্য আপনার ইউনিভারসেল অ্যকাউন্ট নাম্বার (UAN) এ্যক্টিভ করতে হবে তারপর
আপনার রেজিস্ট্রেশন নম্বর ‌থেকে ‘EPFOHO UAN’ লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নাম্বারে পাঠিয়ে দিতে হবে তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ করে ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে

 

৪. অনলাইন এ চেক

প্রথমে আপনাকে (UAN) ইউনিভারসেল অ্যকাউন্ট নাম্বার এ্যক্টিভ করতে হবে এর জন্য ৭-৮ ঘন্টা লাগতে পারে তারপর EPFO এর ওয়েবসাইট এ গিয়ে সেখানে আইডি দিয়ে লগইন করতে হবে তারপর আপনি ভিউ পাসবুক এ ক্লিক করে আপনার ব্যলেন্স জানতে পারবেন

RELATED ARTICLES

Most Popular