Homeএখন খবরসাত সকালেই ছট পুজোতে গিয়ে খড়গপুরে জলে ডুবে মৃত কিশোর, ছটপুজার মডেল...

সাত সকালেই ছট পুজোতে গিয়ে খড়গপুরে জলে ডুবে মৃত কিশোর, ছটপুজার মডেল পুকুর নিয়ে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা: ছটের আনন্দ ম্লান হয়ে গেল খড়গপুরের এক পরিবারের। সাত সকালেই জলে ডুবে মারা গেল ওই পরিবারের এক কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার খড়গপুর শহরের নিমপুরা এলাকার কাঞ্জিলাল পুকুরে। পুলিশ সুত্রে জানা গেছে মৃত ওই ১৪বছরের  কিশোরের নাম ওমনাথ সিং। উপ নির্বাচনের প্রাক্কালে ছট পুজোর জন্য পৌরসভার  ‘মডেল’ পুকুরে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে রবিবার ভোরেই পরিবার ও পাড়ার অন্যান্যদের সঙ্গে রীতি অনুযায়ী সুর্যের প্রথম প্রকাশকে স্তব করার জন্য ওই পুকুরে যান ওম। প্রথামত পুকুরেও নেমেছিল সে। কিন্ত অসতর্কতা বশত পা হড়কে পুকুরের গভীর অংশে চলে যায় সে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই পুকুরে হাজার হাজার মানুষ স্তব করছিল সেই সময় কিন্ত কেউই খেয়াল করেনি। নজরে পড়েনি পরিবারের সদস্যদেরও। যখন খেয়াল পড়ে তখন সব শেষ। ছটপুজোয় অংশ নেওয়া লোকেরাই এরপর খোঁজ করতে গিয়ে পুকুর থেকেই উদ্ধার করে ওই কিশোরের দেহ। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করা হয় ওমকে।

উল্লেখ্য এই পুকুর কিছুদিন আগেই বিতর্কের শিরোনামে উঠে এসেছিল। এই পুকুরে দুর্গা প্রতিমা বিসর্জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন স্থানীয় তৃনমূল কাউন্সিলর সরিতা ঝা এমনই অভিযোগ করেছিলেন স্থানীয় পুজো কমিটি। তিনি নাকি বলেছিলেন এই পুকুর শুধু মাত্র ছটপুজোর জন্যই। বিষয়টিকে কেন্দ্র করে অস্বাস্থ্যকর প্রাদেশিকতার বাতাবরণ তৈরি হয়। যদিও ঝা এই দাবি অস্বীকার করেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে রেলের জায়গায় ২০লক্ষ টাকা ব্যয়ে এই পুকুরটি সংস্কার খড়গপুর পুরসভা মুলতঃ ছট পুজোর কথা ভেবেই সংস্কার করে। আর সংস্কারের সময় জেসিপি ব্যবহার করায় পুকুরের ঘাট পর্যাপ্ত নিয়ম মেনে করা হয়নি বলেই অভিযোগ। যে কারনে সামান্য এদিক ওদিক হলে পুকুরের গভীর অংশে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। এক্ষেত্রে সেটাই হয়েছে বলে মনে করা হচ্ছে।

অবশ্য পৌরসভার তরফে বলা হয়েছে ছটপুজোর সময় দুর্ঘটনা এড়াতে দড়ি দিয়ে পুকুরের অগভীর অংশ নির্ধারন করাই ছিল সেই নিষেধাজ্ঞা ওই কিশোর কি করে পেরিয়ে গেল সেটাই প্রশ্নের। প্রশ্ন এটাও যে হাজার হাজার মানুষ যেখানে স্নান করছিল সেখানে পর্যাপ্ত নজরদারি ছিল কিনা ?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মডেল এই পুকুরকে ঘিরে পৌরসভার তরফে ছটভক্ত দের শুভেচ্ছা জানাতে পুরসভার তরফে এখানে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। যেখানে পুরসভার চেয়ারম্যান তথা খড়গপুর বিধানসভা ক্ষেত্রের  উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার, জেলা শাসকের উপস্থিত থাকার কথাও ছিল কিন্ত নির্বাচনি বিধি লাগু হওয়ায় সেই অনুষ্ঠান বাতিল করা হয়। 

RELATED ARTICLES

Most Popular