Homeএখন খবরবংশ রক্ষার জন্যই চুরি সদ্যজাত অপরের পুত্র সন্তানকে, মেদিনীপুর মেডিক্যালে শিশু চুরিতে...

বংশ রক্ষার জন্যই চুরি সদ্যজাত অপরের পুত্র সন্তানকে, মেদিনীপুর মেডিক্যালে শিশু চুরিতে এমনই স্বীকারোক্তি ধৃত মহিলার

সুলতানা বিবি, রবিবার শিশু  চুরির সময়, সোমবার আদালতের পথে  

নিজস্ব সংবাদদাতা: পুত্র সন্তানই বংশ রক্ষা করে এমন ধারনাই শেষ অবধি শিশুচুরির মত ঘৃন্য অপরাধের পথে ঠেলে দিল মধ্যবিত্ত পরিবারের গৃহবধূকে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল  থেকে শিশু চুরি কাণ্ডে এমনই কুসংস্কারের তত্ত্ব উঠে আসল পুলিশি তদন্তে।
রবিবার দুপুরে হাসপাতাল থেকে শিশু চুরির কয়েক ঘন্টার মধ্যেই  শিশুটিকে উদ্ধার করা হয় মেদিনীপুর শহরের মমিন মোল্লা এলাকা থেকে। পাশাপাশি গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ওই মহিলা সুলতানা বিবিকে ।ধৃত মহিলা জানান বাড়িতে কোন শিশুপুত্র ছিল না। সদ্য ওই হাসপাতাল থেকেই তার বৌমার যমজ কন্যা সন্তান হয়েছে। বংশ রক্ষা করতেই তাই পুত্র সন্তান  চুরির পরিকল্পনা করেন তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মহিলা জানিয়েছেন  , তিনদিন আগেই  মেদিনীপুর মেডিক্যালের মাতৃমা বিভাগেই দুই কন্যা সন্তানের জন্ম দেয় শিশু চুরিতে অভিযুক্ত মেদিনীপুর শহরের মোমিন মহল্লার বাসিন্দা সুলতানা বিবির পুত্রবধূ।  বাড়িতে শিশুপুত্র ছিল না, তাই রবিবার শিশুপুত্রটিকে নিয়ে পালিয়েছিলাম। এমনটাই জানালেন শিশু চুরির অভিযোগে ধৃত সুলতানা বিবি। আজ ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হয়। তারই ফাকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুলতানা বিবি এই কাজের জন্য ক্ষমা স্বীকারও করেন বারেবারে। কিন্তু এত নিরাপত্তা সত্তেও কিভাবে মাতৃমা বিভাগে ঢুকলো মহিলা ?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সুত্রে জানা যায়, গত তিনদিন আগে সুলতানা বিবির বৌমা মাতৃমা বিভাগে কন্যা সন্তানের জন্ম দেয়, সেই সুবাদে সুলতানা বিবির কাছে একটি গেট পাশ ছিল, মাতৃমা থেকে ছাড়া পাওয়ার পরেও গেট পাশটি নিজের কাছে রেখে দেয় সুলতানা বিবি। আর সেই গেট পাশকে কাজে লাগিয়ে মাতৃমা বিভাগে প্রবেশ করেন মহিলা। তবে শিশু চুরি করতে সফল হলেও সেই সফলতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। চুরির ৬ ঘন্টার মধ্যেই শিশুপুত্রকে উদ্ধার ও অভিযুক্তকে হেফাজতে নিয়ে নেয় কোতওয়ালি  পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও একটা খটকা রয়েই যাচ্ছে রবিবার মেডিক্যাল কলেজে সুমিত্রা খামরই যে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই খবর সুলতানা বিবিকে পৌঁছে দিল কে নাকি সুলতানা বিবি প্রতিদিনই ওই ওয়ার্ডে ঢুকে খোঁজ নিত যে কারও পুত্র সন্তান হয়েছে কিনা ? তদন্ত করতে চারদিন তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। 

RELATED ARTICLES

Most Popular