Homeএখন খবরদূষণহীন পরিবেশ গড়তে নাগরিকদের ঘরোয়া গাছ বিতরণ

দূষণহীন পরিবেশ গড়তে নাগরিকদের ঘরোয়া গাছ বিতরণ

নিজস্ব সংবাদদাতা:চুঁচড়া বিদ্যাভবনপল্লীতে ১৩৫ তম  কল্পতরু উৎসবে THE GLOBAL GREEN FORCE, Chinsurah Branch ও শ্রীরামকৃষ্ণ উপাসনা কেন্দ্রের যৌথ উদ্যোগে টবসহ INDOOR PLANT বিতরণ করা হয়। এলাকার মানুষ বিশেষত ছাত্র- ছাত্রীদের গাছ সংগ্রহে উৎসাহ- উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গাছ বিতরণের শুভ সূচনা করেন বেলুরমঠে অবস্থিত রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দিরের অধ্যক্ষ এবং সারা ভারত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্যতম কর্নধার শ্রীমৎ স্বামী সত্যধর্মানন্দ মহারাজ।
GREEN FORCE সংগঠনের রাজ্য সভাপতি লেনিন বসু উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিষদে অবহিত করেণ। সামাজিক ভাবে বৃক্ষরোপণ ও ব্যক্তিগত অকৃষি জমিতে বনসৃজন, বেআইনি বৃক্ষছেদন ও বনাঞ্চল ধ্বংসের বিরুদ্ধে জনমত গঠন ও এ ধরণের কার্য বন্ধের জন্য সর্বাত্মক প্রয়াস,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃষ্টির জলের ব্যবহারে সচেতনতা ও গুরুত্ববৃদ্ধির প্রয়াস, ভূগর্ভস্থ পানীয় ও ব্যবহার্য জল অপচয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক দূষণের বিরুদ্ধে জনমত গঠন, বন্যপ্রাণী, পক্ষী র স্বাভাবিক সংরক্ষণ, বিষাক্ত পার্থেনিয়াম নির্মূল করার প্রয়াস ইত্যাদি বিষয়ে সংগঠনের কর্মীরা উদ্যোগ গ্রহণ করছে।
সংগঠনের চুঁচুড়া শাখার আহ্বায়ক ডাঃ দেবজ্যোতি ঘোষ পরিবেশ প্রেমী সকলকে সংগঠনে সক্রিয় অংশগ্রহনের আহ্বাণ জানান।
 ‘ এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ‘

RELATED ARTICLES

Most Popular