Homeএখন খবরখড়গপুরকে ধন্যবাদ জানাতে কাল শহরে মুখ্যমন্ত্রী, যানজটে ভোগান্তির আশংকা

খড়গপুরকে ধন্যবাদ জানাতে কাল শহরে মুখ্যমন্ত্রী, যানজটে ভোগান্তির আশংকা

চলছে শেষবেলার প্রস্তুতি 

নিজস্ব সংবাদদাতা: তৃনমূল কংগ্রেসের জন্মের পর প্রথম খড়গপুর শহর বিধানসভা দখলে এসেছে। উপনির্বাচনে ২০হাজারের ব্যবধানে বিধায়ক হয়েছেন প্রদীপ সরকার। সে কারনেই খড়গপুর শহরবাসীকে ধন্যবাদ জানাতে সপ্তাহের প্রথম কাজের দিনই শহরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার বেলা ১টায় শহরের কেন্দ্রস্থলে রাবন ময়দানে সরকারি ভাবে সভার আয়োজন করা হয়েছে। চলছে চূড়ান্ত মুহুর্তের প্রস্তুতি। কোটি টাকার হ্যাঙ্গারের পাশাপাশি তৈরি হয়েছে কয়েক লক্ষাধিক টাকার হেলিপ্যাড। মঞ্চ থেকে খড়গপুর শহরবাসিকে  মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্প উপহার দিতে চলেছেন যাঁর মধ্যে রয়েছে খড়গপুরের প্রথম বৈদ্যুতিক চুল্লি যা মন্দিরতলা শ্মশানে নির্মিত হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি শহরের আরামবাটি ও আইআইটি উড়ালপুলের নিচে একটি উদ্যানের উদ্বোধন ও আরেকটি উদ্যানের শিলান্যাসও করবেন তিনি। জানা গেছে খড়গপুর শহরের জন্য একটি আধুনিক প্রেক্ষাগৃহ নির্মানের জন্য আর্থিক ঘোষনা করতে পারেন তিনি পাশাপাশি খড়গপুর মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নিত করার কথাও ঘোষনা করা হতে পারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যেহেতু প্রশাসনিক সভা তাই বিভিন্ন উপভোক্তাদের বেশকিছু সহায়তা প্রদান করার প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। স্কুলের পড়ুয়া, স্বসহায়কদলের মহিলাদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবারের সভার জন্য সরকারি তরফে প্রচুর বাস রুট থেকে তুলে নেওয়া হয়েছে উপভোক্তাদের সভায় আনার জন্য। পাশাপাশি জেলা তৃণমূলের তরফেও বাস নেওয়া হয়েছে দলনেত্রীর জনসভায় কর্মীদের হাজির করার জন্য। ফলে নিত্যদিনের চেয়ে বাসের সংখ্যা যথেষ্ট পরিমানে কম থাকছে রাস্তায়।  অন্যদিকে শহরের কেন্দ্রস্থলে সভা হওয়ায় মূখ্যমন্ত্রীর সভার উদ্দেশ্য নিয়ে যাওয়া বাস ও যাত্রীবাহী  অন্যান্য যানগুলিকে শহরের ভেতর অবধি যেতে হচ্ছে বলে যানজট বাড়ার আশংকা রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য মুলত পুর্ব দিক অর্থাৎ ইন্দা ট্রাফিক মোড় থেকেই সমস্ত বাস বা যান প্রবেশ করবে কারন পশ্চিমে খরিদা বড়বাতি সংলগ্ন এলাকা ও ওল্ড সেটেলমেন্ট এলাকায় ফ্লাই ওভারের জন্য কাজ চলায় ওদিক দিয়ে কোনও যান সাধারনভাবে শহরে প্রবেশ করতে পারবেনা। ফলত সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা অবধি অফিস, স্কুল যাত্রী ও সাধারনের যাতায়াতের একটু অসুবিধা হতে পারে। 

RELATED ARTICLES

Most Popular