Homeএখন খবরকরোনা আক্রান্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মঞ্জু বন্দোপাধ্যায়, হাসপাতালে চিকিৎসাধীন

করোনা আক্রান্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মঞ্জু বন্দোপাধ্যায়, হাসপাতালে চিকিৎসাধীন

ওয়েব ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যে গত মে মাসেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে রাজ্যের সব থেকে বড় করোনা হাসপাতাল হিসেবে চিহ্নিত করেছেন রাজ্য। ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত। এর মধ্যেই এবার সংক্রমণের স্বীকার হলেন মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মঙ্গলবার তাঁর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই মঙ্গলবার সন্ধ্যায় দ্রুত তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল এই মূহুর্তে রাজ্যের সব থেকে বড় করোনা হাসপাতাল হওয়ায় স্বাভাবিকভাবেই অধ্যক্ষ হিসেবে হাসপাতালের গুরু দায়িত্ব মঞ্জু বন্দোপাধ্যায়ের হাতে। সেখানে আচমকা তিনি করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এদিকে মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণার পর থেকেই একের পর এক চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা বিভিন্নসময়ে সংক্রমিত হয়েছেন। এমনকি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সভাপতি নির্মল মাজিও। তিনিও ওই হাসপাতালেই চিকিৎসাধীন। জানা গিয়েছে, নির্মল মাঝির পাশের কেবিনেই চিকিৎসাধীন রয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ মঞ্জুদেবী।

সূত্রের খবর, মঞ্জু বন্দোপাধ্যায় ছাড়াও আপাতত মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ জন চিকিৎসক। জানা গিয়েছে, তাদের মধ্যে অনেকেই করোনা ওয়ার্ডের আইসিইউ ও সিসিইউ-তে চিকিৎসাধীন। বাকিদের হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যদি গুরুতর অসুস্থ হন সেক্ষেত্রে নির্মল মাঝি তাঁদের ভর্তির ব্যবস্থা করবেন বলেই জানানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular