Homeএখন খবরঘরে করোনা, বনে হাতি, কোয়ারেন্টাইনে নিদ্রাহীন খড়গপুরের শ্রমিকরা

ঘরে করোনা, বনে হাতি, কোয়ারেন্টাইনে নিদ্রাহীন খড়গপুরের শ্রমিকরা

নিজস্ব সংবাদদাতা: ঘরে থাকলে করোনায় আক্রান্ত হতে পারে পরিবার আর বনে থাকলে হাতির আক্রমনের ভয় এই অবস্থায় রাতভর জেগেই কাটাতে হচ্ছে খড়গপুর গ্রামীন এলাকার কয়েকজন শ্রমিককে। খড়গপুরের হরিতাড়া গ্রামের ঘটনায় উদ্বিগ্ন শ্রমিকদের পরিবার এবং গ্রামবাসীরা কিন্তু করার কিছুই নেই তাই পালা করে রাত জাগছে ওই শ্রমিকের দল। একটাই আশা যদি সরকার সদয় হয়ে ওই শ্রমিকদের কোথাও থাকার সুযোগ করে দেন।

জানা গেছে গত কয়েক মাস আগে খড়গপুর থেকে রেডজোন পূর্ব মেদিনীপুরে কাজের জন্য গিয়েছিল হরিয়াতাড়া গ্রামের ৪ যুবক। লকডাউনে কাজকর্ম বন্ধ হয়ে যায়। সেই অবস্থায় দিন ২০থাকার পর টাকা পয়সা শেষ হয়ে যাওয়ায় বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় তারা। শনিবার সেখান থেকে বাড়ি ফেরার পর গ্রামের মধ্যে ঢুকতে বাধা দেয় গ্রাম বাসীরা। গ্রামবাসীরা তাঁদের বলে ১৪দিন গ্রামে থাকা যাবেনা। এরপর গ্রামবাসীদের পরামর্শ মতই গ্রামের বাইরে জঙ্গলের পাশে তাঁবু খাটিয়ে থাকার বন্দোবস্ত হয়। কিন্তু সমস্যা হল খড়গপুরে হরিয়াতাড়া গ্রাম পার্শ্ববর্তী ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানা এলাকার ঘন জঙ্গল ঘেঁষা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম আর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কলাইকুন্ডার জঙ্গলের মধ্যে হাতির যাতায়তের রাস্তা বা এলিফ্যান্ট করিডরের মধ্যেই পড়ে এই হরিয়াতাড়া গ্রাম ও সংলগ্ন জঙ্গল। যাতায়াতের পথে প্রতিনিয়ত হাতি বেরিয়ে আসে খাদ্যের খোঁজে আর জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে প্রায় হামলা চালায় তারা। আর সেই গ্রামের একপ্রান্তে জঙ্গলের পাশে তাঁবু খাটিয়ে নিভৃতবাসে কাটাতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। ফলে রয়েছে হাতির হামলার আতঙ্ক।
জঙ্গল ঘেঁষে তাঁবু খাটিয়ে থাকা ওই ৪ যুবক মিত্তন মান্ডি,ভীম টুডু,সুনীল মান্ডি ও মঙ্গল হাঁসদারা জানায় এভাবেই হাতির হামলার আতঙ্ককে বুকে নিয়ে তাঁবুতে দিন গুজরান করতে হচ্ছে তাদের। ”আমরা রাতে আতঙ্কে ঘুমোতেই পারছিনা। একজন জাগে আর তিনজন ঘুমাই। ফের একজন জাগে তো অন্য তিনজন ঘুমাই। কিন্তু সত্যি যদি হাতি এসে পড়ে তাহলে জেগে থেকেই বা করব কি। ওরা তো পিষে দিয়ে চলে যাবে তাই ভাল করে ঘুমও হয়না। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যদি তাদের হস্তক্ষেপে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে থাকতে অনুমতি দেওয়া হয়। তাহলে আপাতত হাতির আতঙ্কের হাত থেকে বাঁচা যাবে।” উল্লেখ্য এর আগেও পুরুলিয়া জেলায় গাছের মধ্যে মশারি আর খাটিয়া নিয়ে শ্রমিকদের কোয়ারেন্টাইনে থাকতে দেখা গিয়েছিল। মালদাতেও দেখা গেছে গ্রামের বাইরে শ্রমিকদের রাত কাটাতে কিন্তু তাঁদের তো হাতির ভয় ছিলনা।

RELATED ARTICLES

Most Popular