Homeএখন খবরবছর না ঘুরতেই ফের দাদার ঘরে করোনা! আক্রান্ত মহারাজের কাকা

বছর না ঘুরতেই ফের দাদার ঘরে করোনা! আক্রান্ত মহারাজের কাকা

নিউজ ডেস্ক: দেশ জুড়ে ফের কোভিডের উপদ্রব বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শ মেনেই রুটিন ফলো করছেন সৌরভ গাঙ্গুলী ।মার্চের দ্বিতীয় সপ্তাহে করোনার প্রথম দফার টিকা নেন বোর্ড সভাপতি। তারপরই মোতেরায় ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ দেখতে আমদাবাদ যান তিনি। এপ্রিলে করোনার দ্বিতীয় দফার টিকা নেওয়ার কথা সৌরভের।

এবার করোনার হানা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। বছর ঘুরতে না ঘুরতেই ফের করোনার থাবা বোর্ড সভাপতির পরিবারে।গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। হাসপাতালে ভর্তিও হয়েছিলেন সিএবি সচিব। এ বার করোনায় আক্রান্ত সৌরভের কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়। বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই থাকেন তিনি।

গত রবিবার থেকেই জ্বরে ভুগছিলেন সিএবি (CAB) কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হলেও আপাতত সুস্থই আছেন সৌরভের কাকা। বেহালার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন দেবাশিস গঙ্গোপাধ্যায়। ১০ থেকে ১২ দিন আইসোলেশনে থাকতে হবে তাঁকে। এক বাড়িতে থাকলেও কাছে যাওয়ার উপায় নেই। তাই ফোন করেই ঘনঘন কাকার খোঁজ নিচ্ছেন সৌরভ।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অ্যাঞ্জিওগ্রামের পর দেখা যায় সৌরভের ধমনীতে তিনটি ব্লকেজ রয়েছে। পরবর্তীকালে তিনি সুস্থ হন।

RELATED ARTICLES

Most Popular