Homeএখন খবরশেষ চার দিনে আক্রান্ত ২০০৫ জন! আক্রন্ত কমছে খড়গপুরে, মেদিনীপুর শহর, গড়বেতা,...

শেষ চার দিনে আক্রান্ত ২০০৫ জন! আক্রন্ত কমছে খড়গপুরে, মেদিনীপুর শহর, গড়বেতা, ডেবরা ও বেলদায় সংক্রমন নামার লক্ষণ নেই! ঘাটাল মহকুমায় নিম্নগামী করোনা

last 4days (17-20th May)total 2005 people were infected in West Midnapur. Here the following update have been reported of last two days. In the city of Kharagpur, as usual, in the hot bed Inda area of ​​Corona. 19-20 May, Rabindrapalli, Saratpalli, a multi-storey house 2, Bamunpara, Anandnagar, Kamalakebin, Vidyasagarpur, including the main Inda, 18 people were found infected in the last 2 days. Other places in the city such as Golpara, Chandipur and Rakhajangal including Malach 10, South Side, Nimpura 6, IIT 6, Talbagicha 6, Bhabanipur 2, Bhagwanpur 4, South Inda, BR Nagar, Barbetia 3, 36 Para 2, Jhapetapur 6, Mathur 3, Hijli Co-operative 2, Purigate, Kharida 2, Vivekanandapalli, Sonamukhi Jhuli 4, Taljhuli, Rabindrapalli 2, 36 Para, Golbazar, Chhottangra 3, Apayan Community, DVC Mayapur 3, Hijli Rail Abasan, The victims were found from Sukanta Colony, Kaushalya, Sub-Divisional Hospital, Hijli Hospital, Prembazar, Srikrishnapur, Sanjoal 2, South Side 3, Traffic, Bulbulchati, BR Nagar.In Kharagpur rural area Tata Metallic Samraipur 2, Matkatpur 3, Rupnarayanpur, Gokulpur. , Ghagra 5, Ghoshkhira 2, Kanchanpur Barbasi, Kajla Jakpur, Jafla, Changual 2, Barachu 2, Andharkuli 2, Panchrulia, Reshmi, Metallic 2, Jagannathpur, Magrampur 2, Jakpur, Mahisha, Satkui, Balihati, Burish 5, Salua, CRPF Camp Tangashol, Kalaikunda, Purbasonamukhi, Laxichak, Sultanpur 5, Dhanga, Dilla, Barbasi, Hatsultanpur, Ramchandrapur, Ajagpur, Kayetpur Benapur, Balrampur, Matkatpur and Dubrant.

নিজস্ব সংবাদদাতা: করোনা সংক্রান্ত দ্য খড়গপুর পোষ্টের শেষ আপডেট ছিল ১৬ই মে অবধি। অনিবার্য কারনে কয়েকদিনের আপডেট প্রকাশ করা যায়নি। পরের চারদিনের অর্থাৎ ১৭-২০শে মে অবধি একটি আপডেট সমীক্ষায় যে প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিম মেদিনীপুর জেলার সংক্রমনে কোনও রাশ নজরে পড়ছেনা। বরং প্রবণতা বলছে মেদিনীপুর শহরে সংক্রমন কমবেশি বেড়েই চলেছে। কিছুটা হলেও সংক্রমন কমছে খড়গপুর শহরে। উল্টো দিকে মফঃস্বল এলাকা যেমন গড়বেতা, বেলদা, ডেবরা সহ কয়েকটি জায়গায় সংক্রমন কিছুটা হলেও বাড়ছে। ব্যতিক্রম ঘাটাল মহকুমা। এই মহকুমার তিনটি থানা এলাকাতেই সংক্রমনের গতি নিম্নমুখি।
১৭ থেকে ২০ মে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২০০৫জন। ১৭ই মে ৪০৮, ১৮ই মে ৫১৬, ১৯শে মে ৫৬১ এবং ২০শে মে ৫২০জন আক্রান্ত। অর্থাৎ এই চারদিনে গড়ে জেলায় ৫০১জন করে আক্রান্ত হয়েছেন। এই গড় হিসাব ধরলে মেদিনীপুর শহরে চারদিনে অন্ততঃ ৬০০জন এবং খড়গপুর শহরে ৪০০জন আক্রান্ত হয়েছেন। গড় পড়তা এই হিসাবে ঘাটাল মহকুমার তিনটে থানা মিলিয়েও ওই চারদিনে আক্রান্তের সংখ্যা ৩০০ ওপরে ওঠেনি। কোন থানা এলাকায় সংক্রমনের গতি কী রকম তা বুঝে উঠতে শেষ ২দিনের পরিসংখ্যান দেওয়া হল। এর থেকে থানারগুলির অন্তর্গত কোন এলাকায় সংক্রমনেরগতি কি রকম সে সম্পর্কে একটি ধারণা তৈরি হবে।

কুইকোটা ২৬, সিপাই বাজার ১২, হবিবপুর ১২, আবাস ১৩, তলকুই, নতুন বাজার ৮, টাউন কলোনি ৩ , রবীন্দ্রনগর ১০, মির্জাবাজার ৬, শরৎপল্লী ১৩, ধর্মা ৬, রাজাবাজার ৪, জেল কোয়ার্টার ২, জেলখানা, রাঙামাটি ৬, মৃনালপল্লী ৩ , নেপালীপাড়া ২, নজরগঞ্জ ৪, পুলিশ লাইন ২ , তোড়াপাড়া ৫ , নান্নুরচক ২, বিদ্যাসাগরপল্লী, মহকুমা শাসকের অফিস ৫, সেকপুরা ৫, হাতারমাঠ ২, পুলিশ লাইন ৪, মিঞাবাজার ১১, চিড়িমারসাই ৫, মাহুতপাড়া, পাটনাবাজার ৪, লাইব্রেরি রোড ২, ক্ষুদিরামনগর, মির্জামহল্লা,বল্লভপুর ৪, পালবাড়ি, স্কুলবাজার ২, মহাতাপপুর ৪, নিমতলাচক, মেদিনীপুর মেডিকেল ১১, গোলকুয়াচক, বিবিগঞ্জ ২, বক্সীবাজার ৩, কর্নেলগোলা, জজকোর্ট, তাঁতিগেড়িয়া, সুভাষপল্লী, নবীনাপল্লী, মুফতিমহল্লা, ডাকবাংলো রোড ২, জুগনুতলা, বিধাননগর ৩, সুজাগঞ্জ ২, সুকান্তপল্লী ৭, মিত্রকম্পাউন্ড, কোতবাজার ৩,পাথরঘাটা, হাঁসপুকুর, মিঠুমসজিদ, বাসন্তীতলা, ডাকবাংলো, রাজা রামমোহন নগর ২, কেরানীচটি ২, নবীনাবাগ, সূর্যনগর, বটতলাচক, দেওয়াননগর, স্টেশনরোড, বড় আস্তানা। এছাড়া সুস্পষ্ট ঠিকানা উল্লেখ করা হয়নি মেদিনীপুর শহরে এমন আক্রান্ত ওই দু দিনে ৩০জন।
মেদিনীপুর সদরে গোপগড় ১৬, বাড়ুয়া ৩,, কালগাঙ ২, সাতগেড়িয়া, ডোমপাড়া, মুড়াডাঙা, পাইকারপুরা, ভূতগেড়িয়া, আমড়াতোলা, নরমপুর, লোধাসাই, গুড়গুড়িপাল ২, ছেড়ুয়া, বিদ্যাসাগর হোম, চাইপুর, জলপুকুর, কালগাঙ, গোলাপিচক ৮,খয়েরউল্লাচকে আক্রান্ত ১জন।
দুটি বিষয় নজর করার মত যে গত প্রায় একসপ্তাহ ধরেই শহরের উত্তর অংশে করোনা জেঁকে বসে রয়েছে। কুইকোটা, আবাস, হবিবপুর, সিপাহীবাজার কার্যত হটবেড হয়ে রয়েছে। গত দুদিনের এই করোনাচিত্র বলে দিচ্ছে গোটা শহরের প্রায় সর্বত্রই বিরাজ করছে সংক্রমন। দ্বিতীয় যে বিষয়টা নজর করার মত সেটা হল মেদিনীপুর সদরের মধ্যে অবস্থান হলেও গোপগড় এবং গোলাপিচক প্রায় শহর ছুঁয়েই রয়েছে এবং ওই দুটি জায়গাতেই সংক্রমন নজরে পড়ার মত।

খড়গপুর শহরে যথারীতি করোনার হট বেড ইন্দা এলাকাই ১৯-২০শে মে রবীন্দ্রপল্লী, শরৎপল্লী, একটি বহুতল আবাসন ২, বামুনপাড়া, আনন্দনগর, কমলাকেবিন, বিদ্যাসাগরপুর সহ মূল ইন্দা ধরে আক্রান্তের সংখ্যা গত ২দিনে ১৮জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়াও শহরের অন্য জায়গা যেমন,গোলপাড়া, চন্ডিপুর ও রাখাজঙ্গল মিলিয়ে মালঞ্চ ১০, সাউথ সাইড, নিমপুরা ৮, আইআইটি ৮, তালবাগিচা ৬, ভবানীপুর ২, ভগবানপুর ৪, সাউথ ইন্দা, বিআর নগর, বারবেটিয়া ৩, ৩৬ পাড়া ২, ঝাপেটাপুর ৮, মথুরাকাটি ৩, হিজলী কো-অপারেটিভ ২, পুরিগেট, খরিদা ২, বিবেকানন্দপল্লী, সোনামুখী ঝুলি ৪, তলঝুলি, রবীন্দ্রপল্লী ২, ৩৬ পাড়া,গোলবাজার, ছোটট্যাংরা ৩ , আপ্যায়ন কমিউনিটি, ডিভিসি মায়াপুর ৩, হিজলী রেল আবাসন ২, আরপিএফ ব্যারাক, ধ্যানসিং ময়দান, সুকান্ত কলোনী, কৌশল্যা, মহকুমা হাসপাতাল, হিজলী হাসপাতাল, প্রেমবাজার, শ্রীকৃষ্ণপুর, সাঁজোয়াল ২, সাউথ সাইড ৩, ট্রাফিক, বুলবুলচটি, বিআর.নগর থেকে আক্রান্তের সন্ধান মিলেছে। এলাকার ঠিকানা বিহীন খড়গপুর শহরে ১০আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।

খড়গপুর গ্রামীন এলাকায় টাটা মেটালিক সামরাইপুর ২, মাতকাৎপুর ৩, রুপনারায়নপুর, গোকুলপুর. , ঘাগরা৫, ঘোষখিরা ২, কাঞ্চনপুর বাড়বাসি, কাজলা জকপুর, জফলা, চাঙ্গুয়াল ২, বাড়অচু ২, আঁধারকুলি ২, পাঁচরুলিয়া, রেশমি, মেটালিক ২, জগন্নাথপুর, মগরামপুর ২, জকপুর, মহিষা, সতকুই, বালিহাটি, বুড়িশোল, শোলাডহর, গোপালি ৫, সালুয়া, সিআরপিএফ ক্যাম্প টাঙ্গাশোল, কলাইকুন্ডা, পূর্বসোনামুখী, লক্ষীচক, সুলতানপুর ৫, ঢ‍্যাঙ্গা, দিল্যা, বাড়বাসি, হাটসুলতানপুর, রামচন্দ্রপুর, অজগপুর, কয়েতপুর বেনাপুর, বলরামপুর, মাতকাতপুর এবং ডুবগোহালে ২ জন আক্রান্ত।

গড়বেতা: কদমডিহা , গড়বেতা ৪, বিলা, লাপুরিয়া. করমাশোল, ভাদুরগঞ্জ ৪, লেদাগামার ৩, রাধানগর,সাতবিঁধা, সালুয়া পানিকোটর, পানিকোটর, প্রতাপপুর, কাদরা, মোহনপুর উত্তরবিল, ভেদুয়া, ময়রাকাটা ২, রাখাবান নহারি, রাংটা ২, করমাশোল, নলপা ২, জুনশোল, বিরসিংপুর, ঝাড়বনী, নবকোলা ২, দুর্লভগঞ্জ ৪, বড় জাম ২, শান্তিনগর, কেশিয়া, সরবেড়া, দ্বারিগেড়িয়া ৩, অপর্নাপল্লী ৫, গোলাবাঁধি, চন্দ্রকোনা রোড ৩, ডাবচা ৩, সাবিন্দা ২,বামনিশোল ২, জুনশোল, ক্ষুদাশোল, তুলসিচটি, আমলাগোড়া ২, ধান্যশোল,জয়পুর, লক্ষণপুর।

গোয়ালতোড় বগড়িডিহি,ধরমপুর ২, মাইলিসাই, যাত্রাবিষ্ণুপুর দেবগ্রাম, চাতনি ২, হুমগড় ২, বোলবাঁধি, ছোটনাগদা, কুপাগেড়িয়া, পিংবনী ৩, বাবিকাটা, পাটাশোল, পেরুয়াবাঁধ, ধোবাটি।                                               শালবনী সদরেই আক্রান্ত ওই দুদিনে ১৮জন। এছাড়াও সোনাকারা, গোদাপিয়াশাল, ভাদুতলা ২, ট‍্যাঁকশাল, কুতুরিয়া, জড়কা, মেটাল, ডাঙাপাড়া, ভাঙাবাঁধ, সাতপাটি ও রাঙামাটিয়ায় আক্রান্ত ৩ জন।।                                  কেশপুর সদরে ৩ আক্রান্ত ছাড়াও আন্দুলিয়া ঘোষপুর, আনন্দপুর ৩, নেড়াদেউল ২, চেঁচুরিয়া ২, মাজুরিয়া, আঙ্গুয়া ২ এবং একজন স্বাস্থ্য কর্মী আক্রান্ত।

বেলদায় গত ২ দিনে আক্রান্ত মারাত্মক আকার নিয়েছে। বেলদা সদরেই আক্রান্ত ১জন। দেউলীতে ৮, গড়হরিপুর, ,বেলদা উত্তরকরকরা, কৃষ্ণপুর হরিপুর, দামোদরপুর, শ্রীকৃষ্ণপুর, টাকলা খুরশি ২, বিনোদপুর,কালিমন্দির, খুলিয়া ২, কালিবাগিচা, সবুজপল্লী ৩, নবোদয়পল্লী ২, বেহালা রানীসরাই, সুসিন্দা, সাবড়া ৪, ধান্যশ্রী ২, মহিষাচক, সরিষা ফান্দাড়, উকরাষন্ড, গুড়দলা, চকমহিমা, সুজানগর, গঙ্গাযমুনা ২, বড়মাতকাতপুর ২, খুকুড়দহ ২, আমোদপুর, কেদার ২, পোরলদা, বাসিচক, কৃষ্ণপুর হরিপুর এবং জফলা।                                                             নারায়নগড়: মকরামপুর , সরগেড়িয়া, লক্ষণদা কুশবসান, তেঁতুলিয়া ভূমজান, গোবিন্দপুর মকরামপুর ৩, মকরামপুর ৩,  নানকার মাগুরিয়া ৩, বহুরুপা, কুনারপুর, খুরশি, বিরবিরা ২।।                                                        কেশিয়াড়ি সদর ২ ,মামুদপুর, অর্জুনগেড়িয়া, সুখারোল জোকা, উত্তর ডুমুরকোলা,যমুনা, বাঁচাউ ধলবেলুন, ডিহি কেশিয়াড়ি, গোপালপুর, এলাসাই, কাপাসগেড়িয়া, সুজাপুর, কালরুই, কালামাটিয়া।                                                         মোহনপুর: ময়ূরখোলা ৪, ধউর জামুয়া, জামুয়া, মোহনপুর, জুফি, সরকিসমৎ,                                              দাঁতন:আঙ্গুয়া, খন্ডরুই ২, ভবানীপুর, পাকুড়পাদা, উত্তর রায়বাড়, মানিকাডাঙর ২, তুরকা ২, পুরুন্দা ৩, কুসুমদা ৩, রেন্জুড়া, ঝিনুক পলাশিয়া, মোহনপুর, জয়পুরা, সস্তনগর, চাউলিয়া, একতারপুর।

ডেবরা সদর ৮ , বালিচক. বরাগড়, কানুরাম, আইকোলা, কল্যাণপুর, হামিরপুর, আষাঢ়ি তেঘরি, ডুঁয়া, লোয়াদা, দারিকাপুর, পানকুই, গুরাগঞ্জ, দারিকাপুর, পানকুই।     পিংলা সদরে আক্রান্ত ৪, সুদামপুর, বালিশ্বরপুর, পাইকচক, দেওরা, জামনা ২, মালিগ্রাম, কালিকাকুন্ডু, কান্তপুকুর।    সবং সদরে আক্রান্ত ৪ জন, দেভোগ ৪, বলরামপুর, খাজুরি, খড়ূই, চকবাদলপুর, হাসপাতাল আবাসন, দাঁড়রা ৪, রামচন্দ্রপুর, রুইনান, হরিরহাট।

এবার দেখে নেওয়া যাক ঘাটাল মহকুমার তিনটি থানার ১৯ এবং ২০ মে কোথায় কী রকম সংক্রমন।
চন্দ্রকোনা ৩, পলাশচাবাড়ি ২, নিলগঞ্জ ২, বালা, মালেশ্বরপুর, ছোটআড়া, মুন্ডুমালা, মিত্রসেনপুর, নিচনা, হাজরাবেড়া. দেপুর ২, বীরভানপুর ৩ , ব্রম্ভজারুল ২, দক্ষিণবাড়, জাড়া ৪ , খামারবেড়িয়া ২, রঘুনাথপুর, গাছশীতলা ২, নিচনা,
শ্রীনগর ২, ক্ষীরপাই ৮, বহুরা, কাশিগঞ্জ ২, দেওপুর ২, হরিসিংপুর ২, আটঘোড়া, কাশফুলি ২।

দাসপুর: গোছাতি ২, গৌরা, চাইপাট, নিশ্চিন্তপুর, ঈশ্বরপুর, উত্তরবাড় ২, কইগেড়িয়া, চাঁদপুর, মানিকদীপা, কমলপুর, সুজানগর ২, ভরতপুর, নাড়াজল, পাঁচবেড়িয়া, সোনাখালি, ফরিদাবাদ, মহিষঘাটা, ভূঁইয়াড় ২, রাধাকান্তপুর ৩, জোতকানুরামগড়, দখিন ঢংকাল, রাজনগর, চাইপাট, ফরিদপুর. কমলডিহি, ভগবতীপুর, রামচন্দ্রপুর, জোতমুড়ি, চেতুয়া, ঝুমঝুমি, পলাশপাই, সয়লা।

  • ঘাটাল ১: কোন্ননগর ৮ , কুশপাতা ৭, বড়দা, খড়ার ৫, রানীবাজার, নিশ্চিন্দিপুর ৬ , গোবিন্দপুর ৩ , আরিগকৃষ্ণবাটি, শীতলপুর, গোপমহল ২, হরিসিংপুর, মান্দারিয়া, কুরান, কৃষ্ণপুর ২, নতুক, মোহনপুর, আলমগঞ্জ, গম্ভীরনগর, শ্যামসুন্দরপুর, চাউলি, ফুলচক, হরিদাসপুর।
RELATED ARTICLES

Most Popular