Homeএখন খবরCovid19: পশ্চিম মেদিনীপুরে ৪৮ঘন্টায় ৫করোনা আক্রান্তের মৃত্যু, রাজ্যেও বাড়ল মৃত্যুর সংখ্যা! কাল...

Covid19: পশ্চিম মেদিনীপুরে ৪৮ঘন্টায় ৫করোনা আক্রান্তের মৃত্যু, রাজ্যেও বাড়ল মৃত্যুর সংখ্যা! কাল উঠবে কী লকডাউন

And just a few hours! The state government is going to decide whether the lockdown will be revoked after July 15 or not? The number of deaths increased even though the infection rate decreased slightly. In the case of West Midnapore, 3 people have died in the last 24 hours and 2 more people have died in the previous 24 hours. In the West, just as 50 people were infected in the last 24 hours, 46 ​​were infected in the previous 24 hours. In other words, in the last 24 hours in West Midnapore, both attacks and deaths have increased. Although it is a fact that 91 people have recovered in 24 hours. In all, the total number of deaths in the district at the moment stands at 480. At present there are 1,229 active corona patients in the district. 48 thousand 342 people were released from Corona.

নিজস্ব সংবাদদাতা: আর মাত্র কয়েকঘন্টা! রাজ্য সরকার ঠিক করতে চলেছেন ১৫ই জুলাইয়ের পর লকডাউন প্রত্যাহার করা হবে কী না? তারই মধ্যে আক্রান্তের হার সামান্য কমেও বাড়ল মৃত্যুর সংখ্যা। আর পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে আর তার আগের ২৪ঘন্টায় মারা গেছেন আরও ২জন। পশ্চিমে যেমন গত ২৪ঘন্টায় নতুন করে ৫০জন আক্রান্ত হয়েছেন তেমনই আগের ২৪ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন ৪৬জন। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের গত ২৪ঘন্টায় আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। যদিও এটা ঘটনা যে ২৪ ঘন্টায় ৯১জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে জেলায় এই মুহূর্তে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮০জনে। এই মুহুর্তে জেলায় সক্রিয় করোনা রুগী রয়েছেন ১হাজার ২২৯জন। করোনা মুক্ত হয়েছেন ৪৮ হাজার ৩৪২জন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬৩ জন আক্রান্ত হয়েছেন। সোমবারের বুলেটিনে এই সংখ্যাটা ছিল ৮৮৫। নতুন আক্রান্তের মতোই সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজার ১৯১। এই ২৪ঘন্টায় উত্তর ২৪ পরগনা জেলায় আরও ৯৭ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। পাশাপাশি, কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। এ ছাড়া, দার্জিলিং (৮৯), পূর্ব মেদিনীপুর (৭০), জলপাইগুড়ি (৫৫), পশ্চিম মেদিনীপুর (৫০) জেলায় ৫০ বা তার বেশি দৈনিক সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ১৩ হাজার ৮৭৭ জন।

যদিও রাজ্যে সংক্রমণের সংখ্যা নিম্নমুখী হলেও কোভিডে দৈনিক মৃত্যু বেড়ে হয়েছে ১৭জন। আর তার মধ্যে নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনায় ৩ জন করে আক্রান্ত মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এ ছাড়া, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনায় ২ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। পাশাপাশি, কলকাতা, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলায় ১ জন করে রোগী মারা গিয়েছেন। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত এ রাজ্যে ১৭ হাজার ৯৪৪ জন কোভিডে মারা গেলেন।

কথা হচ্ছে এই পরিস্থিতির মধ্যে আগামী কালই কী এই পর্যায়ের লকডাউন উঠে যাবে না কী আরও কিছুদিন চলবে নিয়মরক্ষার এই কড়াকড়ি। সম্ভবতঃ কয়েকঘন্টা পরেই তা নিয়ে রাজ্যের বিভিন্ন আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। একটি অংশের মতে লকডাউনে যেহেতু সাফল্য পাওয়া যাচ্ছে, আক্রান্ত কমছে তাই কিছু বিধিনিষেধ শিথিল করে আরও কিছুদিন লকডাউন চালিয়ে যেতে পারে রাজ্য। অন্য একটি মতে যেভাবে রাজ্যবাসীর একটা বড় অংশ অধৈর্য হয়ে উঠছেন তাই কিছু বিধি নিষেধ আরোপ করে লকডাউন প্রত্যাহার করে নিতে পারে রাজ্য। যদিও লোকাল ট্রেন চলবে কী না সেটাই লাখ টাকার প্রশ্ন। রেল অবশ্য বলে দিয়েছে, তৈরি আছে তারা। রাজ্য চাইলেই ২৪ঘন্টার মধ্যেই চালু করে দেওয়া যাবে লোকাল ট্রেন।

RELATED ARTICLES

Most Popular