Homeএখন খবরকরোনার দ্বিতীয় ঢেউ দুর্বল হচ্ছে! দেশে এই প্রথম১০ লক্ষের নিচে নামলো সক্রিয়...

করোনার দ্বিতীয় ঢেউ দুর্বল হচ্ছে! দেশে এই প্রথম১০ লক্ষের নিচে নামলো সক্রিয় আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক: এই নিয়ে টানা সাত দিন দৈনিক সংক্রমনের সংখ্যা এক লক্ষেরও কম এসেছে। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষেরও নিচে নেমে এসেছে। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ৭০,৪২১ টি নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে অন্যদিকে ২৪ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৯২১জন। সরকারের তথ্য অনুযায়ী একদিনে ১ লক্ষ ১৯ হাজার ৫০১ জন করোনামুক্ত হয়েছেন। অর্থাৎ, এই সময়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ৫৩,০০১ টি। এই পরিসংখ্যানকে ২০২১ সালের ৩০ মার্চের সঙ্গে তুলনা করা যেতে পারে। করোনার প্রথম ঢেউয়ে ওই একদিনে দেশে ৫৩,৪৮০ জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছিল।

একনজরে বুঝে নেওয়া যাক করোনা সংক্রমনের সর্বশেষ পরিস্থিতি:                                                              মোট করোনা আক্রান্ত -২ কোটি ৯৫ লক্ষ ১০ হাজার ৪১০। মোট পরীক্ষা হয়েছে – ২ কোটি ৮১ লক্ষ ৬২ হাজার ৯৪৭ ।বর্তমান সক্রিয় আক্রান্ত– ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮।            মোট মৃত্যু– ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জন।

টানা ৩২ তম দিনে দেশে করোনা ভাইরাসের নতুন আক্রান্তের চেয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি। ১৩ ই জুন অবধি সারা দেশে ২৫ কোটি ৪৮ লক্ষ করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। শেষ দিন, ১৫ লক্ষ ৯৯ হাজার টিকা দেওয়া হয়েছিল। একই সময়ে, এখনও পর্যন্ত প্রায় ৩৮ কোটি করোনার পরীক্ষা করা হয়েছে। গত দিনে প্রায় ১৪.৯২ লক্ষ করোনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে, যার পজিটিভিটি রেট ৪ শতাংশের বেশি।

অন্যদিকে,পশ্চিমবঙ্গে ৪ হাজারেরও নীচে নামলো দৈনিক সংক্রমনের সংখ্যা।প্রায় ২ মাস পরে রাজ্যে দৈনিক সংক্রমণ সবথেকে কম। রবিবার প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী একদিনে করোনা আক্রান্ত ৩৯৮৪ জন এবং মৃত ৮৪ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৪৯৭ জন।

রবিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৫৯৭ জন, মৃত ২০ জন। পাশাপাশি, কলকাতায় একদিনে আক্রান্ত ৪২৬ জন, মৃত ১৫।

RELATED ARTICLES

Most Popular