Homeএখন খবরইরানকে টপকে বিশ্বে করোনা আক্রান্তের প্রথম দশে ভারত, হু হু করেই বাড়ছে...

ইরানকে টপকে বিশ্বে করোনা আক্রান্তের প্রথম দশে ভারত, হু হু করেই বাড়ছে আক্রান্ত, শুধু মহারাষ্ট্রেই ৫০ হাজার

নিজস্ব সংবাদদাতা: আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই নতুন করে রেকর্ড হচ্ছিল দেশে এবার সে সবকেও ছাপিয়ে গেল ভারত গত ২৪ঘন্টায় প্রায় ৭ হাজার আক্রান্তের সন্ধান মিলেছে দেশে শুধুই তাই নয় এদিন হয়েছে বিশ্ব রেকর্ডও। বিশ্বের ভয়াবহ করোনা আক্রান্ত হয়েছে এমন প্রথম ১০টি দেশের মধ্যেও ঠাঁই করে নিয়েছে দেশ। গত কয়েকদিনের হিসাবে করোনা আক্রান্তের তালিকায় বিশ্বের প্রথম ১০টি দেশের তালিকায় শীর্ষে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দশ নম্বরে ছিল ইরান। সোমবার সেই ইরানকে সরিয়ে প্রথম দশে ঢুকে গেল ভারত।

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় এক লাফে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,৯৭৭ জন। আর এরই সঙ্গে দেশের মোট আক্রান্ত সংখ্যা দাঁড়াল ১,৩৮,৮৪৫ জন। নতুন করে ২৪ঘন্টায় ১৫৪ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪হাজার ছাড়িয়েছে। দেশে এই মুহূর্তে সক্রিয় কোভিড আক্রান্ত ৭৭ হাজার। সুস্থ হয়েছেন ৫৫ হাজার। দেশের মোট আক্রান্তের মধ্যে সোমবারের হিসাব অনুযায়ী মহারাষ্ট্রেই আক্রান্ত ৫০,২৩১ জন। রবিবার পর্যন্ত সে রাজ্যে মৃত্যু হয়েছে ১,৬৩৫ জন।

রবিবার নতুন করে ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে। ফলে এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩৫। উদ্ধব ঠাকরে সরকারের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “আজ করোনা আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে এই রাজ্যে। তার মধ্যে মুম্বইয়ে ৩৯, পুনেতে ৬, সোলাপুরে ৬, ঔরঙ্গাবাদে ৪ এবং লাতুর, মীরা-ভায়ান্ডার ও থানেতে ১জনের মৃত্যু হয়েছে।”
অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত চারদিনে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৬৪৮৬। আর এই রেকর্ড বৃদ্ধিতেই বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্ত দেশের তালিকায় ঢুকে পড়েছে ভারত। এই মুহূর্তে ১০ নম্বরে রয়েছে ভারত।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত চার দিনে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে দেশে। শুক্রবার আক্রান্ত বেড়েছিল ৬০৮৮। শনিবার তা হয় ৬৬৫৪। রবিবার করোনা আক্রান্ত বাড়ে ৬৭৬৭। আর আজ, সোমবার এই আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৯৭৭। অর্থাৎ সব মিলিয়ে ২৬৪৮৬। আর তার জেরেই বিশ্বের তালিকায় অনেকটা উপরে উঠে গিয়েছে ভারত।

এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি আমেরিকায়। সেখানে মোট আক্রান্ত ১৬,৮৬,৪৩৬। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশে আক্রান্তের সংখ্যা ৩,৬৫,২১৩। তৃতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৩,৪৪,৪৮১। চার নম্বরে স্পেনে আক্রান্তের সংখ্যা ২,৮২,৮৫২। পাঁচ নম্বরে রয়েছে ব্রিটেন। এই দেশে আক্রান্তের সংখ্যা ২,৫৯,৫৫৯। ছ’নম্বরে রয়েছে ইতালি। ইউরোপের এই দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২,২৯,৮৫৮ জন। সাত নম্বরে রয়েছে ইউরোপের আর একটি দেশ ফ্রান্স। আইফেল টাওয়ারের দেশে আক্রান্তের সংখ্যা ১,৮২,৫৮২। আট নম্বরে জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১,৮০,৩২৮। নবম স্থানে রয়েছে তুরস্ক। এই দেশে আক্রান্ত হয়েছেন ১,৫৬,৮২৭। তারপরেই ১০ নম্বরে ভারতে আক্রান্তের সংখ্যা ১,৩৮,৮৪৫। সব মিলিয়ে ক্রমশ উদ্বেগ জনক হয়ে উঠছে দেশের করোনা চিত্র। যদিও সরকারের বক্তব্য টেষ্টের পরিমান বাড়াতেই বাড়ছে আক্রান্ত।

RELATED ARTICLES

Most Popular