Homeএখন খবরদেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ দিনে সর্বনিম্ন; যদিও মৃত্যু হয়েছে ২৭২৬...

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ দিনে সর্বনিম্ন; যদিও মৃত্যু হয়েছে ২৭২৬ জনের

নিউজ ডেস্ক: দেশে এখনও তান্ডব চালাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। যদিও এখন নতুন আক্রান্তের সংখ্যা কমছে, তবে মৃত্যুর সংখ্যা এখনও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন মানুষ এবং এই সময়কালে ২৭২৬ জন মারা গেছেন। স্বস্তির খবর হ’ল দেশে ৭৫ দিন পরে, একদিনে এত কম মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে সোমবার ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন মানুষও করোনামুক্ত হয়েছেন।

একনজরে বুঝে নেওয়া যাক দেশের করোনার সর্বশেষ পরিস্থিতি:                                         মোট করোনা আক্রান্ত– ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৪৭১।                                                   মোট পরীক্ষা হয়েছে – ২ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার ৪৭২                                                     মোট মৃত্যু– ৩ লক্ষ ৭৪ হাজার ৩১ জন         বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন – ৯ লক্ষ ১৩ হাজার ৩৬৮ জন ।।                                          মোট টিকা প্রাপ্ত – ২৫ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ৭২ টি।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে যে, সোমবার ভারতে করোনার ভাইরাসের জন্য ১৭ লক্ষ ৫১ হাজার ৩৫৮ টি করোনায় স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। এর পর সোমবার পর্যন্ত মোট ৩৮ কোটি ১৩ লক্ষ ৭৫ হাজার ৯৮৪ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে নিম্নমুখী করোনা সংক্রমন ও মৃত্যুর পরিসংখ্যান বলছে, সোমবার রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫১৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৮ জনের। এরপর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৬১,২৫৭ জন। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬,৯৭৪ জন।

আর গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২১৭১ জন। এরপর রাজ্যে মোটা করোনামুক্ত হয়েছেন ১৬,৯৭৪ জন। আশা জাগাচ্ছে সুস্থতার হারও। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৫৫ জন।

RELATED ARTICLES

Most Popular