Homeএখন খবরদেশে ২৪ ঘন্টায় ফের ৫০ হাজারের নীচে নামলো  দৈনিক সংক্রমন ! করোনা...

দেশে ২৪ ঘন্টায় ফের ৫০ হাজারের নীচে নামলো  দৈনিক সংক্রমন ! করোনা বাড়লো রাজ্যে

নিউজ ডেস্ক: গত পাঁচ দিনে দ্বিতীয়বারের মতো ভারতে করোনায় ৫০ হাজারেরও কম মানুষ আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ৪৮,৬৯৮ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে এবং এই সময়কালে ১১৮৩ জন আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগে ২১ শে জুন ৪২,৬৪০ জন আক্রান্ত হয়েছিলেন। একই সময়ে, গত ২৪ ঘন্টার মধ্যে ৬৪,৮১৮ জনও করোনা থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

দেশে করোনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ এবং সুস্থতার হার ৯৭ শতাংশের কাছাকাছি।করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় ২ শতাংশ। করোনার চিকিৎসাধীন রোগীর দিক থেকে ভারত বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। সংক্রামিত মোট সংখ্যার দিক থেকেও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।

একনজরে দেখে নিন দেশের করোনার সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। মোট করোনায় আক্রান্ত হয়েছেন- ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ । মোট করোনা পরীক্ষা করা হয়েছে – ২ কোটি ৯১ লক্ষ ৯৩ হাজার ৮৫ । মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা – ৫ লক্ষ ৯৫ হাজার ৬৫৬। মোট করোনায় মৃত্যু হয়েছে- ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জন।

দেশে টানা ৪৪ তম দিনে দৈনিক করোনা আক্রান্তের চেয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি। ২৫ শে জুন অবধি সারাদেশে ৩১ কোটি ৫০ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। শেষ দিন ৬১ লক্ষ ১৯ হাজার টিকা দেওয়া হয়েছে। একই সময়ে, এখন পর্যন্ত ৪০ কোটি করোনার পরীক্ষা করা হয়েছে। গত দিনে প্রায় ১৭ লক্ষ করোনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল, যার পজিটিভিটি রেট ৩ শতাংশের বেশি।

অন্যদিকে,পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় রাজ্যে খানিকটা বেড়েছে সংক্রমন। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১,৯৩৩ জন এবং এই সময়কালে মৃত্যু হয়েছে ৩৫ জনের।এ নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭,৫৫১ জন।  রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪,৯১,২১৯ জন। যদিও এই মুহূর্তে অ্যাকটিভ করোনা সংক্রমিতের সংখ্যা ২২,২৩১ জন।

RELATED ARTICLES

Most Popular