Homeএখন খবরফের নবান্নের অন্দরে করোনার হানা, সংক্রমিত হলেন রাজ্য ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম...

ফের নবান্নের অন্দরে করোনার হানা, সংক্রমিত হলেন রাজ্য ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব

ওয়েব ডেস্ক : ফের নবান্নে করোনা সংক্রমণ। এবার আক্রান্ত রাজ্যের ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব শামা পারভিন। রাজ্যে এই প্রথম কোনও আইএএস অফিসার করোনায় সংক্রমিত হলেন। জানা গিয়েছে, শামা পারভিনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসার পরই দ্রুত তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এরপর তড়িঘড়ি তার কেবিন অর্থাৎ ৬০৮ নং ঘরটিকে স্যানিটাইজ করে সিল করা হয়েছে। এর আগে করোনা সংক্রমণ নিয়ে আমলার ছেলে নবান্নে প্রবেশের পরই নবান্নের অন্দ্রে করোনা আতঙ্ক শুরু হয়েছিল। সে সময় সস্ত্রীক হোম কোয়ারেন্টাইনে গিয়েছিলেন নবান্নের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এবারও ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব করোনায় আক্রান্ত হওয়ায় একই রকমভাবে আতঙ্কিত নবান্নের অন্যান্য আধিকারিকরা।

তবে যেভাবে রাজ্যের একের পর মতো মন্ত্রী, আমলা, বিধায়ক সহ অন্যান্য নেতা কর্মীরা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছে তাতে রাজ্যের করোনা পরিস্থিতি কি রূপ নিয়েছে তা একপ্রকার স্পষ্ট। নেতা মন্ত্রী আমলা যাদের সেই অর্থে সামাজিক বিধিনিষেধ মেনে চলা ফেরা ও মেলামেশা করার সুযোগ পাচ্ছেন তারাই যদি এভাবে সংক্রমিত হয়ে পড়েন তবে সাধারণ মানুষ যারা পেটের তাগিদে চাকরি বাঁচাতে করোনা পরিস্থিতির মধ্যেও বাসে অটোতে বিভিন্ন মানুষের সংস্পর্শে এসে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে, তাদের অবস্থা যে কতটা মাতাত্মক হতে পারে তা খানিকটা এই চিত্র দেখেই অনুমান করা যাচ্ছে।

জানা গিয়েছে, ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব শামা পারভিন এতদিন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। গত শুক্রবারই তিনি ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন। সারাদিন তার মধ্যে কোনো অসুস্থতাই দেখা যায়নি। কিন্তু বাড়ি ফেরার পর ওইদিন রাতেই জ্বর আসে তাঁর। প্রাথমিক ভাবে ডাক্তার দেখিয়ে ওষুধ খেলেও জ্বর না কমায় করোনা পরিস্থিতির মধ্যে আর ঝুঁকি না নিয়েই মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য দ্রুত তাঁর লালারসের নমুনা পাঠানো হয়। রিপোর্টে করোনা পজিটিভ আসাতেই নবান্নের তরফে তাঁকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এই ঘটনায় নতুন করে নবান্নের অন্দরে করোনা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য আধিকারিকরা৷ এই কয়েকদিনের মধ্যে কে বা কারা ওই আমলার সংস্পর্শে এসেছিল তাদের খোঁজ চলছে।

সূত্রের খবর, আইএএস করোনায় সংক্রমিত জানার পর পরই দফতরের যে ঘরে তিনি বসতেন অর্থাৎ ৬০৮ নং ঘরটি ভালোভাবে জীবাণুমুক্ত করে ইতিমধ্যেই ঘরটি সিল করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত কয়েকদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও ফের ক্রমশ বেড়েই চলেছে সংক্রমণ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বুধবার আনলক ২-এর শুরু দিনেও রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০০-এর বেশি মানুষ। রাজ্যের এমন পরিস্থিতিতে চিন্তিত সাধারণ মানুষ।

RELATED ARTICLES

Most Popular