Homeএখন খবরমেদিনীপুর হোমিওপ্যাথি কলেজের সহযোগিতায় শহরে ৫০০ পরিবারে করোনা প্রতিষেধক বিতরন করল মুনলাইট...

মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজের সহযোগিতায় শহরে ৫০০ পরিবারে করোনা প্রতিষেধক বিতরন করল মুনলাইট ক্লাব

নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর শহরের নজরগঞ্জ জানা পাড়া মুনলাইট ক্লাবের ব্যবস্থাপনায় আর্সেনিকাম অ্যালবাম -৩০ বিতরণ করল মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। মেদিনীপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকাতে কেন্দ্রের অযূষ মন্ত্রকের পরামর্শ মতই করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কারী হোমিওপ্যাথি ঔষধ আর্সেনিকাম অ্যালবাম-৩০ বিনামূল্যে এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয় বলেই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা এবং কলেজের অন্যতম বরিষ্ঠ আধিকারিক ডাঃ ভোলানাথ পান্ডা।

পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁচ সদস্যের জুনিয়র ডাক্তারদের একটি দল। উপস্থিত জুনিয়র ডাক্তাদের যে দলটি ডাঃ সৌরভ চক্রবর্তী,ডাঃ ঐশ্বর্য্য সিংহ,ইন্টার্ন রাজর্সী মল্লিক চৌধুরী, স্বরাজ দেব সরকার,দেবব্রত নস্করা দুটি ভাগে ভাগ হয়ে উপস্থিত জনগণের মধ্যে যেমন করোনা সচেতনতার বার্তা দেন তেমনই ঔষধ বিলির পাশাপাশি সেবনের নিয়ম কানুন বুঝিয়ে দেন।নজরগঞ্জ জানাপাড়া মুনলাইট ক্লাব কার্য্যালয়ে বেলা ১২ টা অবধি প্রায় ৫০০জন পরিবারের হাতে ওষুধ তুলে দেওয়া হয়। এই ৫০০ টি পরিবারের প্রায় ২৫০০ জন মানুষ রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি কারী হোমিওপ্যাথিক ওষুধের সেবনের সুযোগ পাবেন বলেই জানানো হয়েছে।

উপস্থিত ছিলেন সমাজকর্মী শ্রী অরুণ কুমার মাইতি যিনি এই কর্মসূচীর বিশেষ উদ্যোক্তা। এছাড়া এই কর্মসূচীকে সুষ্ঠু ভাবে সফল রূপায়ণ করতে ক্লাবের সভাপতি শ্রী সুব্রত বোস, সাধারণসম্পাদক সুব্রত দাস,কোষাধ্যক্ষ সোমনাথ মাইতি, সদস্য শ্রী উত্তম চক্রবর্তী,কৌশিক কুমার মাজি,শ্রী কৃষ্ণকান্ত জানা,শ্রী সুদীপ দাশগুপ্ত, শ্রী অভিজিৎ দাস, শ্রী গোপাল শাসমল,শ্রী আনসার আলি,শ্রী অভিজিৎ দত্ত বিশেষ ভূমিকা পালন করেন।

RELATED ARTICLES

Most Popular