Homeএখন খবরআজই তিরিশ হাজার ছোঁয়ার পথে ভারত, মৃত্যুও ছুঁয়ে যেতে পারে এক হাজার

আজই তিরিশ হাজার ছোঁয়ার পথে ভারত, মৃত্যুও ছুঁয়ে যেতে পারে এক হাজার

নিজস্ব সংবাদদাতা: সম্ভবত আজই, মঙ্গলবার ২৮এপ্রিল করোনা আক্রান্তের সংখ্যা ভারতে ৩০ হাজার হতে চলেছে এবং গত কয়েক দিনের মৃত্যুর হার বলে দিচ্ছে যে লকডাউনের ৪২তম দিনে ভারতে মৃত্যু পাঁচ অঙ্ক ছুঁয়ে হাজারে পৌঁছে যেতে চলেছে। কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টা অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯,৪৩৫। গত ২৪ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৫৪৩ জন। ওই একই সময়ে ৬২ জনের মৃত্যু হওয়ায় করোনা আক্রান্ত হয়ে ৯৩৪ জনের মৃত্যুর ঘটনা ঘটল । ৬,৮৮৬ জন করোনা মুক্ত হওয়ায় ভারতে বর্তমানে সক্রিয় কোভিড রুগী রয়েছেন ২১,৬৩২ জন। ৮,৫৯০জন আক্রান্ত নিয়ে মহারাষ্ট্র খুবই খারাপ অবস্থায় রয়েছে। সেখানে মৃত্যুর সংখ্যা ৩৬৯।

সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন দেশের অর্থনীতি রক্ষা করা যেমন জরুরি তেমনই জরুরি কোভিড ১৯ য়ের বিরুদ্ধে লড়াই। তিনি মূখ্যমন্ত্রীদের বলেন, দ্বিতীয় পর্যায়ের লকডাউন ওঠার পর অর্থাৎ ৩মের পরে আমাদের এগিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করতে হবে। তিনি আরও বলেছেন, করোনার ভয়ংকর প্রভাব থেকে মুক্তি এখনও বেশ কিছুটা দুরেই রয়েছে। জাতীয় পরিসংখ্যান বলছে ভারতের মহানগর গুলিই ভাইরাসের জ্বলন্ত সমস্যার মধ্যে রয়েছে।

কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রদত্ত মঙ্গলবার সকাল ৯টায় রাজ্য গুলির আক্রান্তের সংখ্যা এরকম , অন্ধ্রপ্রদেশ ১১৮৩, অরুনাচল ১,আন্দামান ও নিকোবর ৩৩, অসম ৩৬, বিহার ৩৪৫, চণ্ডিগড় ৪০,
ছত্তিশগড় ৩৭, দিল্লি ৩,১০৮, গোয়া ৭, গুজরাট ৩,৫৪৮, হরিয়ানা ২৯৬,
হিমাচল ৪০, জম্মু কাশ্মীর ৫৪৬, ঝাড়খণ্ড ৮২, কর্ণাটক ৫১২, কেরালা ৪৮১, লাদাখ ২০, মধ্যপ্রদেশ ২,১৬৮, মহারাষ্ট্র ৮,৫৯০, মণিপুর ২, মেঘালয় ১২, মিজোরাম ১, ওড়িশা ১১৮, পণ্ডিচেরি ৮, পাঞ্জাব ৩১৩, রাজস্থান ২,২৬২, তামিলনাড়ু ১,৯৩৭, তেলেঙ্গানা ১,০০৪, ত্রিপুরা ২, উত্তরাখণ্ড ৫১, উত্তরপ্রদেশ ১,৯৯৫, এবং পশ্চিম বঙ্গ ৬৯৭।

এদিকে সারা বিশ্বে করোনা আক্রান্ত ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে যার মধ্যে একা আমেরিকাতেই ১০ লক্ষ। আক্রান্তের নিরিখে এখনও ভয়াবহ ইওরোপ। স্পেন (২২৯,৪৪২), ইতালি (১৯৯,৪১৪) এবং ফ্রান্স (১৬৫,৯৬৩) মারাত্মক অবস্থায় রয়েছে। ২.১১লক্ষ মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। ৫৬ হাজারেরও বেশি মৃত্যু নিয়ে আমেরিকা যেন যমপুরী। ইতালি, স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড প্রত্যেকেই ২০হাজারের মৃত্যু সংখ্যা অতিক্রম করে গেছে। সব মিলিয়ে ভারত সহ সারা বিশ্ব এখনও করোনার গভীর অসুখে আক্রান্ত ।

RELATED ARTICLES

Most Popular