Homeএখন খবরএবার লকডাউন গ্রাম বাংলাও , সময় বাড়ল আরও ৪ দিন, ক্রমশ কঠিন...

এবার লকডাউন গ্রাম বাংলাও , সময় বাড়ল আরও ৪ দিন, ক্রমশ কঠিন হচ্ছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: আরও চারদিনের জন্য লকডাউনের সময় সীমা বাড়িয়ে দিল রাজ্য সরকার আর তারই সাথে সমগ্র বাংলাকেই আনা হল লক আউটের আওতায়। ২৪ ঘন্টাও পের হয়নি শহর বাংলার লক ডাউন ঘোষনার। মঙ্গলবার বিকাল ৫টায় সেই ২৪ঘন্টা অতিক্রান্ত হওয়ার দু’ঘন্টা আগেই সমগ্র বাংলাকেই লকডাউনের আওতায় নিয়ে আসার পশ্চাতে পরিস্থিতির ভয়াবহতাকেই উল্লেখ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর তারই সাথে সাথে ২৭ শে মার্চ থেকে সময়সীমা বাড়িয়ে বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করলেন মূখ্যমন্ত্রী।

মারণ করোনার প্রকোপ রুখতে এবং তা থেকে রাজ্যের মানুষকে বাঁচাতেই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের। গোটা দেশের পাশাপাশি এই রাজ্যেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে মারন এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে নয়। আর কোনও ঝুঁকি নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই এবার রাজ্যজুড়ে ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এরই পাশাপাশি লকডাউন মেনে চলার জন্য রাজ্যবাসীকে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। লকডাউন ঘোষণা করা হলেও জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যজুড়ে রেশন দোকান ওষুধের দোকান চশমার দোকান, মাছ, মাংস, সবজি ফলের দোকান চালু রয়েছে। তবে করোনার এই আতঙ্কের মধ্যেও দোকান বাজারে ভিড় করছেন বহু মানুষ।
একসঙ্গে বহু মানুষের জমায়েতে মরন করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এদিন নবান্নে সেই আশঙ্কার কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে বহু মানুষের জমায়েত না করতে রাজ্যবাসীকেও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনার সংক্রমণ নিয়ে এদিন তিনি বলেন, পরিস্থিতি পর্যালোচনা করেই ৩১ মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে লোকজনের ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, প্রথম এক লক্ষ লোক করোনায় আক্রান্ত হতে ৬৭ দিন সময় লেগেছিল।

পরের এক লক্ষ মানুষ মাত্র ১১ দিনেই আক্রান্ত হয়েছেন। তারপরের এক লক্ষ মানুষের আক্রান্ত হতে সময় লেগেছে মাত্র চারদিন। পরিস্থিতির ভয়াবহতা কথা বিচার করেই এবার রাজ্যজুড়ে লকডাউন এর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে কার্যকর হতে চলেছে নয়া এই নিয়ম। আর তা না মানলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা দিয়েছে রাজ্য প্রশাসন।

আর এরই পাশাপাশি মঙ্গলবার সমগ্র বাংলাতেই লকডাউন কার্যকর করার জন্য পুলিশের কঠোর মূর্তিও দেখল বাংলা। কুচবিহার থেকে কলকাতা, মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর সর্বত্রই পুলিশ আজ লাঠি হাতে তেড়ে গেছে কোনও না কোনও অজুহাতে রাস্তায় বের হওয়া জনতাকে ঘরে ঢুকিয়ে দিতে। সর্বত্রই পুলিশের কঠোর বার্তা উপযুক্ত এবং পুলিশকে সন্তুষ্ট করার মত কারন ছাড়া রাস্তায় বের হলে কড়া মাশুল গুনতে হবে।

RELATED ARTICLES

Most Popular