Homeএখন খবরকরানোর আতঙ্কে তুমুল কালোবাজারি, খড়গপুরে গ্রেপ্তার ১০ব্যবসায়ী

করানোর আতঙ্কে তুমুল কালোবাজারি, খড়গপুরে গ্রেপ্তার ১০ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা: করোনার আতঙ্কে ঘুম ছুটেছে মানু্ষের আর তারই সু্যোগ নিচ্ছে কালোবাজারির দল। অনির্দিষ্টকাল বাজার বন্ধ হয়ে যাবে এমন গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে আর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে বাজারে। উদ্দেশ্য যত পার খাবার দাবার শস্য সবজি কিনে ঘরে মজুত কর। সু্যোগ নিচ্ছে কালো বাজারির দল। ১৬টাকার আলু পৌঁছে যাচ্ছে ৩০ টাকায়।
শনিবার খড়গপুর শহরের বিভিন্ন বাজারে হানা দিয়ে এমনই দৃশ্য দেখলেন খড়গপুরের এসডিপিও সুকোমল দাস। রবিবার ‘জনতা কার্ফ্যু’র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ৭টা থেকে রাত ৯টা অবধি মানুষকে রাস্তায় না বেরুনোর আবেদন জানিয়েছেন তিনি। এই ডাকে বাস্তবিকই রবিবার অঘোষিত ভারত বনধ। আর এই ঘটনাকেই কোথাও কোথাও গুজবে পরিনত করা হয়েছে অনির্দিষ্টকালের বাজার বন্ধে। আর তাতেই ঘুম ছুটেছে মানু্ষের। বাজারে, শপিংমলে ঝাঁপিয়ে পড়ছে মানুষ। পোয়া বোরো কালো বাজারিদের।

শনিবার সকালেই পশ্চিমমেদিনীপুর জেলার বৃহত্তম সবজি মান্ডি গোলবাজারে হানা দেন সুকোমল দাস। মানুষজনের সঙ্গে কথা বলে জানতে পারেন চড়া দামে বিকোচ্ছে আলু। যে আলু পাইকারি ১৩০০টাকা কুইন্টাল তাই খোলা বাজারে বিক্রি হচ্ছে ৩০টাকায়। পেঁয়াজ দাঁও মারছে ৪০য়ে। সাথে সাথে হানা দেন কয়েকটি দোকানে। প্রাথমিক কথা বলেই কয়েকজন ব্যবসায়ীকে হিড়হিড় করে তোলা হয় পুলিশ ভ্যানে। এদিন একই ভাবেই খড়গপুরের খরিদা বাজারে হানা দেয় খড়গপুর টাউন থানার পুলিশ। সেখান থেকেও গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। টাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা মুখার্জী জানিয়ে দিয়েছেন সবজি , মুদি , ওষুধ সহ অত্যাবশ্যকীয় পন্যের বাজার বন্ধের কোনও নির্দেশ নেই। কেউ কোনও গুজবে কান দেবেন না । পুলিশ কড়া নজরদারি রাখছে মজুতদার , কালোবাজারি আর গুজব স্রষ্টাদের দিকে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular