Homeএখন খবরকরোনার জাল ট্র্যাকারের পাল্লায় পড়ে লক্ষ লক্ষ টাকা খুইয়ে সর্বশান্ত মানুষ, অ্যাপ...

করোনার জাল ট্র্যাকারের পাল্লায় পড়ে লক্ষ লক্ষ টাকা খুইয়ে সর্বশান্ত মানুষ, অ্যাপ ডাউনলোড করলেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব

নিজস্ব সংবাদদাতা: কেউ বলছে ঘরের কাছে করোনা আক্রান্তের সন্ধান দেবে তো কেউ দেবে আপনার শহরে করোনার সুলুক সন্ধান । আতঙ্কে আপনিও ডাউনলোড করছেন সেই সব অ্যাপ আর জানাতেই পারছেননা কখন আপনার টাকা গায়েব হয়ে ঢুকে যাচ্ছে জালিয়াতদের অ্যাকাউন্টে। বিশ্বজুড়ে এমনই কিছু জাল ট্র্যাকারের সন্ধান মিলেছে। আর সেই নিয়ে সতর্কও করা হয়েছে জনগনকে। সম্প্রতি বাজারে এসেছে নানান করোনা ট্র্যাকারের অ্যাপ ।

এদিকে ESET এর গবেষণায় উঠে এসেছে, আপাতত যে সমস্ত করোনা ভাইরাস ট্র্যাকার অ্যাপ বাজারে আছে সেগুলো সব লোক ঠকানোর জন্য ডেভেলপ করা হয়েছে । এই সব এপ গুলি সবকটাই ম্যালিশিয়াস অ্যাপ । এই অ্যাপ গুলি ইন্সটল করা মাত্রই বন্ধ হয়ে যাচ্ছে ফোন । এরপর ফোন চালু করতে গেলেই প্রতারকরা দাবি করছেন 100 বিটকয়েন অবধি (ভারতীয় মুল্য – 4 , 91 , 59 , 732.47₹ ) ।

বিখ্যাত ম্যালওয়ার রিসার্চার লুকাস স্টিফাঙ্ক জানিয়েছেন এই ধরনের সমস্যায় যদি কেউ পড়েন তবে ‘৪৮৬৫০৮৩৫০১’ এই কোড ব্যবহার করলে ফোনটি আনলক হয়ে যাবে ।

RELATED ARTICLES

Most Popular