Homeএখন খবরভারতে করোনা আক্রান্ত হলেন ৮,৩৫৬ আর সারা বিশ্বে ১৭লক্ষ ৭৬হাজার, মার্কিন মুলুকের...

ভারতে করোনা আক্রান্ত হলেন ৮,৩৫৬ আর সারা বিশ্বে ১৭লক্ষ ৭৬হাজার, মার্কিন মুলুকের ২০ হাজার মৃত্যু নিয়ে বিশ্ব অতিমারির বলি ১লক্ষ ছাড়াল

নিজস্ব সংবাদদাতা: আর ৪৮ ঘন্টা পরে দ্বিতীয় দফার লকডাউনে প্রবেশ করবে ভারত সেই সময়ে দাঁড়িয়ে ১২ এপ্রিল সকাল ৮ টায় প্রকাশিত ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের হিসাব অনুযায়ী গত ২৪ঘন্টায় নতুন ৯০৯ জন করোনা আক্রান্ত নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮,৩৫৬।

সেই হিসাবে এদিন দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৭৩ আর আশা জাগিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১৫ জন।
রাজ্য গুলির মধ্যে ১৭৬১আক্রান্ত নিয়ে সামনেই রয়েছে মহারাষ্ট্র। আর তারপরেই রাজধানী দিল্লি ১০৬৯, তমিলনাডু ও রাজস্থান এবং তেলেঙ্গানা যথাক্রমে ৯৬৯, ৭০০ ও ৫০৪। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ(আইসিএমআর) জানিয়েছে সারা দেশে এখনও অবধি ১.৭৯লক্ষ করোনা পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে সারা বিশ্বে করোনা আক্রান্তের পরিমান ১৭লক্ষ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। জন হপকিনস ইউনিভর্সিটির হিসাবে ৫লক্ষ আক্রান্ত নিয়ে সর্বাধিক খারাপ জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র যার মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এরপর একে একে রয়েছে স্পেন (১.৬৩লক্ষ ),ইতালি (১.৫২লক্ষ ),ফ্রান্স (১.৩লক্ষ ),জার্মানি (১.২৫ লক্ষ )। সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যেই লক্ষ ছাড়িয়ে গেছে। মৃত্যুর দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পরেই রয়েছে ইতালি যেখানে ১৯,৪৬৮ জন মারা গেছেন। ১৬,৬০৬জন নিয়ে পেছনেই রয়েছে স্পেন আর তারপরেই ১৩,৮৩২জন কে করোনায় হারিয়েছে ফ্রান্স

S. No.Name of State / UTTotal Confirmed cases (Including 71 foreign Nationals) Cured/Discharged/
Migrated
Death
1Andhra Pradesh381116
2Andaman and Nicobar Islands11100
3Arunachal Pradesh100
4Assam2901
5Bihar6301
6Chandigarh1970
7Chhattisgarh1890
8Delhi10692519
9Goa750
10Gujarat4324422
11Haryana177293
12Himachal Pradesh3261
13Jammu and Kashmir20764
14Jharkhand1701
15Karnataka214376
16Kerala3641232
17Ladakh15100
18Madhya Pradesh532036
19Maharashtra1761208127
20Manipur210
21Mizoram100
22Odisha5021
23Puducherry710
24Punjab151511
25Rajasthan700213
26Tamil Nadu9694410
27Telengana504439
28Tripura200
29Uttarakhand3550
30Uttar Pradesh452455
31West Bengal134195
Total number of confirmed cases in India8356*716273
*States wise distribution is subject to further verification and reconciliation
RELATED ARTICLES

Most Popular