Homeএখন খবরমেদিনীপুর শহরে তীব্র সংক্রমন ! জেলা জুড়ে ফের ৫০০ ছাড়িয়ে আক্রান্ত, খড়গপুর,...

মেদিনীপুর শহরে তীব্র সংক্রমন ! জেলা জুড়ে ফের ৫০০ ছাড়িয়ে আক্রান্ত, খড়গপুর, গড়বেতা, শালবনী, ডেবরায় অপ্রতিহত করোনা, ঘাটালে বাড়ল আক্রান্ত

It is learned that about 100 people have been infected in Kharagpur city on this day. On the same day, the corona broke again at IIT Kharagpur campus. 13 people have been newly affected in the technology campus. 13 people are infected in Inda area including Kamalakebin, Anandnagar and Khargeshwar temple locality and Vidyasagarpur area. The rest of the affected areas and numbers are as follows: Barbetia, Bhagwanpur 3, Bhabanipur 6, Traffic, Subhash Palli 3, Kaushalya 2, New Settlement 2, Katingkhuli, Khidirpur, Golbazar, Nimpura 2, Rakhajangal, Kharida 2, Jhapetapur 3, New Development, Chand. Southside 3, Mathurakati, Bulbulchati, Prembazar Hijli 2, Mirpur 2, Jhuli 2, Chhota Tangra, Subdivision Hospital Housing, Anandapur, Malancha , Dinesnagar 2, Hijli Rural Hospital 2, Taljhuli. At least 6 people were found infected from Kharagpur city without specifying their address. There are 26 railway workers or their families in different railway accommodation. 4 people were attacked in Samraipur including 3 people of Tata Metallic Housing in Kharagpur Grameen. One person was infected from Benapur, Sankoya, Jethia Khatranga, Picity Shyamchak, Rampura Shyamchak, Walipur.

নিজস্ব সংবাদদাতা: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে মেদিনীপুর শহরের। গত শনিবারের মতই রবিবার, ছুটির দিনেও অব্যাহত সংক্রমনের হার। এদিনও মেদিনীপুর শহর থেকে প্রায় ১৬৫জনের পজিটিভ পাওয়া গেছে। জেলায় এদিন নতুন করে আক্রান্ত ৫১৪ জন। আরটি/পিসিআর পরীক্ষায় ৩৭২, আ্যন্টিজেনে ১০৮ এবং ট্রুনাট পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনার অস্ত্বিত্ব ধরা পড়েছে। এরমধ্যে মেদিনীপুর শহর প্রায় এক তৃতীয়াংশ দখল করে নিয়েছে।
৯ই মে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট মোতাবেক মেদিনীপুর শহরে বসবাস করে অথচ নির্দিষ্ট ঠিকানা উল্লেখ করা হয়নি এমন ৫০ জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। সর্বোচ্চ সংক্রমন পাওয়া গেছে মির্জাবাজার এলাকায়, ১২ জন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩ আক্রান্ত সহ রাঙামাটিতে আক্রান্ত ১১জন।
আবাসে আক্রান্ত ১০জন। দুই অঙ্কের নীচে কোন এলাকায় কত আক্রান্ত সংখ্যা এলাকা উল্লেখ করা হল। যেখানে সংখ্যা উল্লেখ নেই সেই এলাকায় নূন্যতম আক্রান্ত ১ জন। মিঞাবাজার ২, সুভাষনগর, বার্জটাউন, নজরগঞ্জ ৪, সিপাইবাজার ২,রাজাবাজার ২, নতুন বাজার ১,স্কুলবাজার
, অশোকনগর ২,পুলিশলাইন ৬, তোড়াপাড়া ৩, হবিবপুর ৩
বক্সীবাজার, সুজাগঞ্জ ৩, তাঁতিগেড়িয়া ৪
অরবিন্দনগর এলাকায়।

এছাড়াও সংক্রমন পাওয়া গেছে , কুইকোটা ৮, কোতবাজার ৩, বিধাননগর ৪, ধর্মা ৫, শরৎপল্লী, রবীন্দ্রনগর, কেরানিতলা ১, কেরানীচটি ২,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রোড, বরিশাল কলোনী ২, শান্তিনগর, কামারআড়া ৩, মেডিকেল কলেজ হাসপাতাল ৬, গোলাপিচক ৩, রামকৃষ্ণনগর ৩,গোলকুয়াচক ১, বটতলাচক ২, পোষ্টঅফিস রোড, জজকোর্ট এবং তলকুই এলাকা থেকে। মেদিনীপুর সদর গ্রামীনের পাঁচখুরি, খিরিসশোল, গুড়গুড়িপাল, ঢেরা ২, সাঁকাডাঙা, মালিয়াড়া, বাড়ুয়া ২, গোপগড় থেকে নতুন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।

খড়গপুর শহরে এদিন প্রায় ১০০জন আক্রান্ত হয়েছেন বলেই জানা যাচ্ছে। এদিন ফের করোনার বাঁধ ভেঙেছে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে। প্রযুক্তি ক্যাম্পাসে আক্রান্ত হয়েছেন ১৩জন। কমলাকেবিন ,আনন্দনগর ও খড়্গেশ্বর মন্দির এলাকায় ২জন করে ছয় আক্রান্ত এবং বিদ্যাসাগরপুর সহ ইন্দা এলাকায় আক্রান্ত ১৩ জন। বাকি আক্রান্তদের এলাকা এবং সংখ্যা হল এরকমই, বারবেটিয়া, ভগবানপুর ৩, ভবানীপুর ৭, ট্রাফিক, সুভাষপল্লী ৩, কৌশল্যা ২, নিউ সেটেলমেন্ট ২, কাটিংখুলি, খিদিরপুর, গোলবাজার, নিমপুরা ২, রাখাজঙ্গল, খরিদা ২, ঝাপেটাপুর ৩, নিউ ডেভলপমেন্ট, চাঁদমারি, সাউথসাইড ৩, মথুরাকাটি, বুলবুলচটি, প্রেমবাজার হিজলী ২, মিরপুর ২, ঝুলি ২, ছোট ট্যাংরা, মহকুমা হাসপাতাল আবাসন, আনন্দপুর,
মালঞ্চ, দীনেশনগর ২, হিজলী গ্রামীন হাসপাতাল ২, তলঝুলি।

নির্দিষ্ট ঠিকানা উল্লেখ করা হয়নি এমননূন্যতম ৬জন আক্রান্ত পাওয়া গেছে খড়গপুর শহর থেকে। ২৭ জন রেলকর্মী অথবা তাঁদের পরিজন রয়েছেন বিভিন্ন রেল আবাসন গুলিতে। খড়গপুর গ্রামীনে টাটা মেটালিক আবাসনের ৩ জন সহ সামরাইপুরে আক্রান্ত ৪জন। ১জন করে আক্রান্ত মিলেছে বেনাপুর, সাঁকোয়া, জেঠিয়া খাটরঙা, পাইসিটি শ্যামচক, রামপুরা শ্যামচক, ওয়ালিপুর থেকে।

খড়গপুর মহকুমার ডেবরা থানার চককাশি, বারাতি, গোবিন্দগড়, ডিঙল, তুরা, তিলাপাটনা, দ্বারিকাপুর, বরাগড়, চককুমার, আলিশাগড়, রাধামোহনপুর, পশ্চিম সাতকনা ধামতোড় থেকে নতুন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।
পিংলা থানার সদর ছাড়াও পিন্ডরুই, মুকুন্দপুর, গোকুলচক, আলিচক এবং সবং থানার সবং, লুটুনিয়া ২, ভিকনি নিশ্চিন্তিপুর, শোলাগেড়িয়া থেকে আক্রান্ত পাওয়া গেছে।বেলদার হরিপুর খালিনা, তুতরাঙা,কেশিয়াড়ীর কুমারহাটি, ঝাড়া জামশল, খড়িপাড়া, কাঞ্চনপুর, নারায়নগড় থানার মালিগেড়িয়া নাড়মা, মাধবচক, ভাটপাড়া এবং দাঁতন থানার বলভদ্রপুর, কোটপাদায় নতুন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।

শালবনী সদরেই আক্রান্ত হয়েছেন ৯ জন। এছাড়া আক্রান্ত মিলেছে ভাদুতলা, রাউতাড়া, বাবুইবাসা, যাত্রাবিষ্ণুপুর, নাদাড়িয়া, ট‍্যাঁকশাল, নরসিংহপুর, জয়পুর, বাউচা থেকে। গড়বেতা সদরে ২ সহ ন্যূনতম ৫৫ জন আক্রান্তের খোঁজ মিলেছে এই থানা থেকে। এই জায়গা গুলি হল
দ্বারিগেড়িয়া ৯, দুর্লভগঞ্জ ৭, ওড়গাঁজা ৫, ডাঙাপাড়া ২, বিলা, সরগা ৪, গুইয়াদহ, করমাশোল, ঝাড়বনী, হলদিনালা, বিরসিংপুর, আরাবাড়ি ডুকি, ডাবচা, ছোট ডাবচা ২, কিয়াবনী ৪, সাতবাঁকুড়া, অপর্নাপল্লী ২, স্টেশন পাড়া, আমহাড় হামতপুর, চন্দ্রকোনারোড ২ জিআরপি সহ, সরবেড়িয়া, বড়ডাবচা, কাদরা, রাধানগর, গোয়ালতোড় থানার আমলাশুলি ২, বালিবাঁধ, পিংবনী এবং কেশপুর থানার সদরে ২জন ছাড়াও আক্রান্ত পাওয়া গেছে, শংকরপুর, খিরিসমূল জয়ন্তী নারায়ন, আনন্দপুর ৩ এলাকা থেকে।

ঘাটাল মহকুমায় নূন্যতম ৯৫ জন আক্রান্তের খোঁজ মিলছে তিনটি থানা এলাকা থেকে। পাশে সংখ্যা উল্লেখ করে জানানো হল কোন এলাকায় আক্রান্ত কত।
দাসপুর থানার2 জোতঘনশ্যাম ৬, ভগবতীপুর, পাঁচবেড়িয়া ৩, দরি অযোধ্যা ২, কুলটিকরি, রানীচক ২, বিষ্ণুপুর, কলমিজোড়, জোতকেশব, উত্তরবাড়, খানখানাচক, তাজপুর, সামাট, পাঁচগেড়িয়া, বাঁকশাল ২, রানা, ভূঁইয়াড়া, রামচন্দ্রপুর, কামালডিহি, বসন্তপুর, পলাশপাই, মাগুরিয়া, কমলপুর।

ঘাটাল থানার বীরসিংহ ৩, কুশপাতা ৯, হরিশনগর, দন্ডিপুর, আড়গোড়া, রাধানগর, দলপতিপুর, খড়ার ২, কোন্নগর ২, শ্রীরামপুর ২, ধরমপুর, মধুবনপুর, ঘোলা ২, মহকুমা হাসপাতাল ৩, নন্দিপুর ২, বাড়গোবিন্দ, কুরান, গম্ভীরনগর, চাউলি ৩, নিশ্চিন্দিপুর, আলমগঞ্জ, শীতলপুর, কৃষ্ণনগর, হরিসিংনগর, চন্দ্রকোনা থানার দ্বারখোলা, বাজাবালা, গোপালপুর, লক্ষ্মীপুর ২, শোনপুর, বাঁকা, উত্তরপাড়া, হরিনারায়নপুর, হেমতপুর, ক্ষীরপাই ২, মিত্রসেনপুর, ভগবন্তপুর, গোপালপুর, কামারগঞ্জ, এবং ঝাঁকরা।

RELATED ARTICLES

Most Popular