Homeএখন খবরম্লান হচ্ছে করোনার চোখ রাঙানি, দেশ জুড়ে আক্রান্তের চেয়ে বাড়ল সুস্থতার সংখ্যা

ম্লান হচ্ছে করোনার চোখ রাঙানি, দেশ জুড়ে আক্রান্তের চেয়ে বাড়ল সুস্থতার সংখ্যা

নিউজ ডেস্ক: দেশে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব অব্যাহত রয়েছে। এখনও প্রতিদিন ১.২৫ লক্ষেরও বেশি নতুন কেস নথিভুক্ত হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ টি নতুন করোনার কেস এসেছে এবং ২৮৮৭ জন আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে, করোনা থেকে ২ লক্ষ ১১ হাজার ৪৯৯ জন মানুষও সুস্থ হয়েছেন। অর্থাৎ, শেষ দিন ৮০,২৩২ আকটিভ কেস কমেছে। এর আগে মঙ্গলবার ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ নতুন করোনার কেস নথিভুক্ত হয়েছিল এবং ৩২০৭ জন আক্রান্ত মানুষ মারা গেছেন।

আজ, দেশে টানা ২১ দিন করোনার ভাইরাসের নতুন কেসের চেয়ে বেশি সুস্থতার সংখ্যা। ২ জুন অবধি সারা দেশে ২২ কোটি ১০ ​​লক্ষ ৪৩ হাজার ৬৯৩ করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। গত দিন ২৪ লক্ষ ২৬ হাজার টিকা দেওয়া হয়েছিল। একই সময়ে, এখনও পর্যন্ত ৩৫ কোটিরও বেশি করোনার পরীক্ষা করা হয়েছে। গত দিনে ২১.৫৯ লক্ষ করোনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল, যার পজিটিভিটি রেট ৬ শতাংশের বেশি।

আজ দেশের করোনার সর্বশেষ পরিস্থিতি-

মোট করোনার কেস – ২ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ৯৮৬।

মোট টেস্ট – ২ কোটি ৬৩ লক্ষ ৯০ হাজার ৫৮৪ ।

মোট আকটিভ মামলা – ১৭ লক্ষ ১৩ হাজার ৪১৩ ।

মোট মৃত্যু- ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯ জন।

বুধবার মহারাষ্ট্রে কোভিডের ১৫,১৬৯ টি নতুন কেস এসেছে, এরপর মহারাষ্ট্রে আক্রান্তের মোট সংখ্যা ৫৭,৭৬,৮৪ হয়েছে। এই সময়কালে, ২৮৫ জন মারা গিয়েছিলেন এবং এর আগে,অর্থাৎ মঙ্গলবার ২৬৮ জন মারা গেছেন  এর সাথে, মহারাষ্ট্রের এই মহামারীটিতে এখন পর্যন্ত ৯৬,৭৫১ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে আরও কমল করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩৫ জনের।করোনায় মোট সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি পেরনোর দোরগোড়ায় দাঁড়িয়ে কলকাতা ও উত্তর ২৪ পরগনা এই দুই জেলা। স্বজনহারার সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। অন্যদিকে, কলকাতায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪০ এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের।

RELATED ARTICLES

Most Popular