Homeএখন খবরদেশ জুড়ে করোনার নতুন রেকর্ড; একদিনেই আক্রান্ত প্রায় সাড়ে ৩ লক্ষ, বাংলতেও...

দেশ জুড়ে করোনার নতুন রেকর্ড; একদিনেই আক্রান্ত প্রায় সাড়ে ৩ লক্ষ, বাংলতেও জারি করোনার তাণ্ডব, শেষ ২৪ ঘন্টায় বাংলাতেও রেকর্ড সংক্রমণ 

নিউজ ডেস্ক: দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮জন।

দেশের মোট করোনার সক্রিয় কেস বেড়ে হয়েছে ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ১ কোটি ৩৮ লক্ষ ৬৭ হাজার ৯৯৭। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১৩ কোটি ৮৩ লক্ষ ৭৯ হাজার ৪৩২ জনের।

দেশে সক্রিয় রোগী ক্রমশ বাড়ছে। এই বৃদ্ধি স্বাস্থ্য পরিষেবাকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। শনিবারের দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩২৪। যার জেরে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা হল ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০। এত সংখ্যক করোনা রোগী এর আগে কখনও ছিল না দেশে। গত বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ সর্বোচ্চ সংখ্যক রোগী ছিল দেশে। এ়খনকার সংখ্যা সেই সংখ্যার দ্বিগুণেরও বেশি।

দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লী, রাজস্থান, ছত্তিসগড় সহ ১০ টি রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ। পশ্চিমবঙ্গেও করোনা মারাত্মক রূপ নিচ্ছে ক্রমশই। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১২,৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ৫৯ জন। এর মধ্যে মহানগরীতে নতুন করে করোনা আক্রান্ত ২,৮৩০ এবং উত্তর ২৪ পরগনায় ২,৫৮৫। গত ২৪ ঘন্টায় সরকারি হিসাব অনুযায়ী কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের এবং উত্তর ২৪ পরগনায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এখনও পর্যন্ত রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ৭,১৩,৭৮০। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪,৭৩৭। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ১০,৮২৫ জন।

RELATED ARTICLES

Most Popular