Homeএখন খবরআসছে তৃতীয় ঢেউ! এবার বাংলাতেও ১২-১৮ বয়সীদের ওপর করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল

আসছে তৃতীয় ঢেউ! এবার বাংলাতেও ১২-১৮ বয়সীদের ওপর করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল

নিউজ ডেস্ক: এবছরই শীতে আছড়ে পড়তে করোনার তৃতীয় ঢেউ। অনেকেরই ধারণা এই ঢেউয়ে বেশি করে আক্রান্ত হতে পারেন শিশু-কিশোররাই। কারন এখনও তাদের টিকাকরন হয়নি। রাজ্যে সাধারণ ক্ষেত্রে ১৮ বছরের উর্দ্ধে টিকাকরন শুরু হয়ে যাবে এমাসের শেষ সপ্তাহ নাগাদ। এখন ১৮উর্দ্ধ সুপারস্প্রেডাররাই এই সুবিধা পাচ্ছেন। সব মিলিয়ে বাকি থাকছেন  ১৮বছরের নিচের অংশ যাঁদের টিকাকরে হলে কী প্রভাব পড়বে বা আদৌ পড়বে কিনা এমন পরীক্ষা সবে মাত্র শুরু হয়েছে বিহারে। বিহারের পর এবার ১২-১৮ বয়সিদের উপর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে রাজ্যে।

উল্লেখ্য দেশজুড়ে ১৫০০ জন ১৮ বছরের নিচে কিশোর কিশোরী দের ওপর এই ট্রায়াল বা পরীক্ষা করা হবে বলে জানা গেছে। কয়েকদিন  আগে বিহারে এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছিল পাটনা এইমস (AIIMS)। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে ১২-১৮ বয়সিদের উপর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। বাংলায় প্রথম এই ট্রায়ালের দায়িত্ব নিয়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ বা ICH.

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষেই জাইডাস-ক্যাডিলার তৈরি ভ্যাকসিন দিয়েই শুরু হতে চলেছে এই ট্রায়াল। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে (ICH)শুরু হবে এই ট্রায়াল। ট্রায়ালের প্রথম পর্যায়ের টিকাকরণের জন্য ১২ থেকে ১৮ বছর বয়সের ১০০ জনকে বেছে নেওয়া হবে। তাদের ওপরেই পরীক্ষামূলকভাবে চলবে এই ট্রায়াল।

প্রসঙ্গত,দেশের ১৩০ কোটি জনগণের মধ্যে প্রায় ৮০ শতাংশই ১২ থেকে ১৮ বছরের বয়সসীমার মধ্যে। সেই কারণেই এবার কেন্দ্রীয় সরকার ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ করার ওপর জোর দিতে চলেছে। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ভারতে।

সেই ঢেউতে শিশুদেরই বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই কেন্দ্রীয় সরকার আগে থেকে শিশুদের সুরক্ষা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের (ICH) অধ্যাপক তথা এই প্রকল্পের সহকারি পর্যবেক্ষক জয়দীপ চৌধুরী জানিয়েছেন,” আমরা আমাদের অভ্যন্তরীণ এথিকস কমিটির কাছ থেকে সবুজ সংকেত পেয়ে গেছি। সারাদেশ জুড়ে যে ১৫০০ শিশু-কিশোরের ওপর এই পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের ট্রায়াল সেটারই অঙ্গ। এই কারনে ইতিমধ্যেই ১০০জন স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে।”

RELATED ARTICLES

Most Popular