Homeএখন খবরদিলীপের কথা মান্য করে 'গোল্ড লোন' নিতে গরু নিয়ে হাজির হুগলির গো-পালক

দিলীপের কথা মান্য করে ‘গোল্ড লোন’ নিতে গরু নিয়ে হাজির হুগলির গো-পালক

নিজস্ব সংবাদদাতা: কুড়ি খানা গরু আছে তাঁর। গোপালন করেই সংসার চলে। সেখান থেকে দুটো গরু নিয়ে এক ঋনপ্রদানকারি সংস্থায় এসে হাজির ওই ব্যক্তি। তাঁর দাবি , ‘গরু নিয়ে এসেছি। এর দুধে সোনা আছে। এটিকে জামিন রেখে লোন দিন। ‘

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হুগলি জেলার ডানকুনিতে এই ঘটনা বেশ ফলাও করে দেখাচ্ছে বিভিন্ন খবর চ্যানেল।  ঋণদানকারী সংস্থা ‘মনপ্পুরম ফাইনান্স লিমিটেড’-এর অফিসে হাজির হয়ে বৃহস্পতিবার এমনই আজব দাবি ওই গোপালকের । তাঁর যুক্তি, “দিলীপ ঘোষ বলেছেন গরুর দুধে সোনা থাকে। আমার ২০টি গাই রয়েছে। দুধ বেঁচেই আমার সংসার চলে। ভাবছি এদের বদলে গোল্ড লোন নিয়ে করবার আরও বাড়াব। ” সংস্থাটি অবশ্য সেই দাবি মেনে লোন দিতে রাজি হয়নি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিষয়টি নিয়ে মজাও শুরু হয়েছে। অনেকের মতে কারও প্ররোচনাতেই এই কাজ করেছেন ওই ব্যক্তি। উদ্দেশ্য মিডিয়াতে হৈচৈ ফেলা আর দিলীপ ঘোষকে আরও একবার খোঁচা দেওয়া। কেউ কেউ আবার বলছেন সত্যি সত্যি অনেকেই প্রশ্ন করছেন  দুধে যদি সোনা থাকে তবে  গরু বন্ধক রেখে কত লোন পাওয়া যাবে?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিতর্কটা শুরু হয়েছিল সোমবার।  বর্ধমান টাউন হলে ঘোষ ও গাভী কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। সেখানেই গরু নিয়ে দীর্ঘ এক বক্তৃতায় নানা দিক তুলে ধরেন দিলীপ ঘোষ। বিদ্যা জাহির করে ওই অনুষ্ঠানে তিনি বলেন যে বিদেশ থেকে যেসব গরু আনা হয়েছে, তারা আদতে ‘গরু’ই নয়। তাদের দুধে কোনও গুণ নেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভারতীয় গরুর বৈশিষ্ট্য, তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে। তার জন্য দুধের রঙ একটু হলদেটে হয়। দেশি গরুর যে কুঁজ থাকে, তা বিদেশী গরুর মধ্যে থাকে না। তাদের পিঠটা সমান, মোষের মত। গরুর কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে তাকে স্বর্ণনাড়ি বলে। সেখানে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়। সেই জন্য গরুর দুধ হলদে হয়, সোনালি হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার পর থেকেই শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ চলতে থাকে। পাল্টা ঝাঁপিয়ে পড়ে বিজেপির টিমও। যুক্তি কুযুক্তির বন্যা বইতে থাকে। তারই মধ্যেই হুগলির এই কান্ড আবারও নতুন করে খোরাক যোগাল সোনার হুজুগে। 

RELATED ARTICLES

Most Popular