Homeএখন খবর৩২ বছরে পা রাখল জঙ্গলমহলের সংস্কৃতির স্বর , স্বরলিপি

৩২ বছরে পা রাখল জঙ্গলমহলের সংস্কৃতির স্বর , স্বরলিপি

নিজস্ব সংবাদদাতা:স্বরলিপি সংগীত একাডেমীর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলো রবিবার ।গত ৭ ই ফেব্রুয়ারি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ,প্রদীপ প্রজ্জ্বলন ও সুর মধুর সঙ্গীত মূর্ছনায়  শুরু হয়েছিল এর অনুষ্ঠান । ৭ ই ফেব্রুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই জমকালো অনুষ্ঠান এলাকাবাসীদের কাছে একটি আলাদা মাত্রা জুগিয়েছিল ।জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে কুলটিকরি তে স্বরলিপি সংগীত একাডেমীর এই ধরনের অনুষ্ঠান বনেদি সংস্কৃতি চর্চার এক অন্যতম পীঠস্থান বলা চলে ।এই অনুষ্ঠান এবারে ৩২ তম বর্ষে পদার্পণ করল ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বরলিপি সংগীত একাডেমির প্রাণপুরুষ তথা প্রধান পরিচালক প্রদীপ কুমার মাইতির তত্ত্বাবধানে এই ৩২ টি বছর ধরে জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চল কুলটিকরি তে বনেদী সাংস্কৃতিক চর্চা হয়ে আসছে ।গত তিনদিন ধরে চলা এই অনুষ্ঠানের প্রত্যহ ছিল গুণীজন সংবর্ধনা , সান্ধ্যকালীন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কার্যাবলী ।সংগীত, আবৃত্তি ,অঙ্কন ,তবলা ও নৃত্য প্রভৃতি ছিল অনুষ্ঠানের মূল আঙ্গিক ।এছাড়াও এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ।সেই সঙ্গে ছিল বিভিন্ন সৃজনাত্মক ও উৎপাদনাত্মক শিল্পের মনোহারী স্টল ।যা অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা যুগিয়েছিল ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিন দিনব্যাপী গুণীজন সংবর্ধনার সঙ্গে শেষ দিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি  রবিবার ছিল স্বরালিপি সংবাদ ও সংস্কৃতিক পুরস্কারের ব্যবস্থা, যেখানে এলাকার তিনজন সংবাদদাতার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় ।সেই সঙ্গে সান্ধ্যকালীন নৃত্য গীতি আলেখ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ।

RELATED ARTICLES

Most Popular