Homeএখন খবরদেশে ৫০ হাজারের নিচেই রইলো সংক্রমন, দেড় হাজারের নিচে রাজ্য

দেশে ৫০ হাজারের নিচেই রইলো সংক্রমন, দেড় হাজারের নিচে রাজ্য

নিউজ ডেস্ক: ভারতে করোনা সঙ্কট এখনও শেষ হয়নি। প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। তবে ২৭ শে জুনের পর থেকে প্রতিদিন ৫০ হাজারেরও কম মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন । স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ৪৪,১১১ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৭৩৮ জন আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে, গত ২৪ ঘন্টায় ৫৭,৪৭৭ জনও করোনা থেকে সুস্থ হয়েছেন।

একনজরে দেখে নেওয়া যাক দেশের করোনার সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি-
মোট করোনায় আক্রান্ত হয়েছেন- ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২ । মোট পরীক্ষা হয়েছে – ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯।
মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা – ৪ লক্ষ ৯৫ হাজার ৫৫৩। মোট মৃত্যু হয়েছে – ৪ লক্ষ ১ হাজার ৫০ জন।

দেশে টানা ৫১ তম দিনে দৈনিক করোনা আক্রান্তের চেয়ে বেশি মানুষ সুস্থ হয়েছেন। ২ জুলাই অবধি সারাদেশে ৩৪ কোটি ৫০ লক্ষ করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। গত দিন ৫০ লক্ষ টিকা দেওয়াহয়েছে। একই সময়ে, এখনও পর্যন্ত ৪১.৬৪ কোটি করোনার পরীক্ষা করা হয়েছে। গত দিনে প্রায় ১৯ লক্ষ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে, যার পজিটিভিটি রেট ৩ শতাংশের বেশি।

অন্যদিকে,পশ্চিমবঙ্গে আবারও দেড় হাজারের নীচে নামলো সংক্রমন।বেশ কিছুদিন ধরে দেড় হাজারের আসে পাশেই ঘুরছিল দৈনিক সংক্রমন। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৪২২ জন এবং এই সময়কালে প্রাণ হারিয়েছেন ২৩ জন।এরপর রাজ্যে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭,৭৫৮ এবং মোট আক্রান্তের সংখ্যা ১৫,০২,৭০৬।

পাশাপাশি,একদিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১,৮৪০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৬৫,২১৯ জন । গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭,৫১ শতাংশ।

RELATED ARTICLES

Most Popular